নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে মহাসড়কসহ ৬ রুটে ছিনতাই ডাকাতি বেড়েছে | পথচারী ও যাত্রীরা আতংকে ! 
রূপগঞ্জে মহাসড়কসহ ৬ রুটে ছিনতাই ডাকাতি বেড়েছে | পথচারী ও যাত্রীরা আতংকে ! 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে ছিনতাই ও ডাকাতির আতংক বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায় উপজেলার ৬টি রোডে সবচেয়ে বেশি আতংকের খবর পাওয়া গেছে।  এরমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট পল্লী বিদ্যুৎ অফিস থেকে আধুরিয়া বাসষ্ট্যান্ড পর্যন্ত, সাওঘাট আড়াইহাজার রোডের কাতরারচক থেকে ডহরগাঁও পর্যন্ত ও গোলাকান্দাইল গরুর হাট থেকে হোড় গাঁও রোডের হোড় গাও পর্যন্ত, এশিয়ান রোডের আল রাফি হাসপাতাল থেকে বস্তল পর্যন্ত, মহাসড়কের রাবেত আল হাসান মার্কেট থেকে হার বেষ্ট গার্মেন্টস পর্যন্ত ও এশিয়ান হাইওয়ের এলাচি হোটেল থেকে কালাদি মোড় পর্যন্ত রোডে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে বেড়েছে । এছাড়াও মহাসড়কে বসানো ফুটপাতের কাঁচাবাজারে ছিনতাই ও পিকপকেটারদের দৌরাত্বে দিনদিন বেড়েই চলছে। ফলে ছিনতাই ও ডাকাতির আতংকে চলাচল করছে এসকল এলাকার মানুষজন। জানা যায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে ফকিয়া গার্মেন্টস থেকে আসার পথে কাতরারচক এলাকায় মোজাম্মেল হক নামের এক পথচারী ছিনতাইয়ের কবলে পড়ে। ছিনতাইকারীরা ছুরির মুখে ছিনিয়ে নেয় তার মানিব্যাগ। মোজাম্মেল হক বলাইখাঁ এলাকার এক সাবেক বিজিবি সদস্য। তিনি জানান,  ছিনতাই করার সময় তার বিশেষ অনুরোধে ছিনতাকারীরা কাগজপত্র ও একটা ব্যাংকের চেক পরের দিন গোলাকান্দাইল এলাকার শাহ আলমের ছেলে টুটুলের কাছে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী মোজাম্মেল হক এটাও জানান, গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকার শাহ আলমের ছেলে টুটুল তার ছিনতাইয়ের ঘটনার হোতা।
তিনি দাবী করেন টুটুলকে আটক করলেই আড়াইহাজার রোডে ছিনতাইকারী চক্রের সব ছিনতাকারীর তথ্য বেরিয়ে আসবে।
মাহনা এলাকার দেলোয়ার জানান সাওঘাট থেকে আধুরিয়া পর্যন্ত প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের নজরদারী না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। আগে এতো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, ইদানিং ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।  ছিনতাই ও ডাকাতির মাত্রা আগের সময়ের চেয়ে বেড়েছে।
বলাইখাঁ এলাকার আলী আকবর জানান, হোড় গাও রোডে ছিনতাইয়ের আতংকে অনেক বেড়ে গেছে। প্রতিরাতেই ছিনতাই হচ্ছে।
রূপগঞ্জের মহাসড়ক ছাড়াও ডহর গাঁও রোডে ও গোলাকান্দাইল হোড়গাও রোডে রাতে লোক চলাচলে আতংক বিরাজ করছে। সন্ধ্যা হলে হোড় গাঁও রোডে মানুষ চলাচল বন্ধ করে দেয়।
এসকল রোডে পথচারী ও যাত্রীদের ছিনতাই ও  ডাকাতি করে সর্ব শান্ত করে আসছে এই দলটি। ভুক্তভোগীদের অভিযোগ সাওঘাট আধুরিয়া, হোড় গাঁও ও সাওঘাট আড়াইহাজার রোডে প্রকাশ্য দিবালোকেও এই ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত একমাসে প্রায় অর্ধশতাধিক ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এতো ঘটলেও পুলিশের হয়রানির ভয়ে থানায় মামলা দিতে রাজি হয়নি।
এ ঘটনায় রূপগঞ্জ থানার  ওসি (অপারেশন) তনময় জানিয়েছেন ছিনতাইয়ের ঘটনা নিয়ে ওসি স্যারের সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...