নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে মহাসড়কসহ ৬ রুটে ছিনতাই ডাকাতি বেড়েছে | পথচারী ও যাত্রীরা আতংকে ! 
রূপগঞ্জে মহাসড়কসহ ৬ রুটে ছিনতাই ডাকাতি বেড়েছে | পথচারী ও যাত্রীরা আতংকে ! 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে ছিনতাই ও ডাকাতির আতংক বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায় উপজেলার ৬টি রোডে সবচেয়ে বেশি আতংকের খবর পাওয়া গেছে।  এরমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট পল্লী বিদ্যুৎ অফিস থেকে আধুরিয়া বাসষ্ট্যান্ড পর্যন্ত, সাওঘাট আড়াইহাজার রোডের কাতরারচক থেকে ডহরগাঁও পর্যন্ত ও গোলাকান্দাইল গরুর হাট থেকে হোড় গাঁও রোডের হোড় গাও পর্যন্ত, এশিয়ান রোডের আল রাফি হাসপাতাল থেকে বস্তল পর্যন্ত, মহাসড়কের রাবেত আল হাসান মার্কেট থেকে হার বেষ্ট গার্মেন্টস পর্যন্ত ও এশিয়ান হাইওয়ের এলাচি হোটেল থেকে কালাদি মোড় পর্যন্ত রোডে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে বেড়েছে । এছাড়াও মহাসড়কে বসানো ফুটপাতের কাঁচাবাজারে ছিনতাই ও পিকপকেটারদের দৌরাত্বে দিনদিন বেড়েই চলছে। ফলে ছিনতাই ও ডাকাতির আতংকে চলাচল করছে এসকল এলাকার মানুষজন। জানা যায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে ফকিয়া গার্মেন্টস থেকে আসার পথে কাতরারচক এলাকায় মোজাম্মেল হক নামের এক পথচারী ছিনতাইয়ের কবলে পড়ে। ছিনতাইকারীরা ছুরির মুখে ছিনিয়ে নেয় তার মানিব্যাগ। মোজাম্মেল হক বলাইখাঁ এলাকার এক সাবেক বিজিবি সদস্য। তিনি জানান,  ছিনতাই করার সময় তার বিশেষ অনুরোধে ছিনতাকারীরা কাগজপত্র ও একটা ব্যাংকের চেক পরের দিন গোলাকান্দাইল এলাকার শাহ আলমের ছেলে টুটুলের কাছে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী মোজাম্মেল হক এটাও জানান, গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকার শাহ আলমের ছেলে টুটুল তার ছিনতাইয়ের ঘটনার হোতা।
তিনি দাবী করেন টুটুলকে আটক করলেই আড়াইহাজার রোডে ছিনতাইকারী চক্রের সব ছিনতাকারীর তথ্য বেরিয়ে আসবে।
মাহনা এলাকার দেলোয়ার জানান সাওঘাট থেকে আধুরিয়া পর্যন্ত প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের নজরদারী না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। আগে এতো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, ইদানিং ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।  ছিনতাই ও ডাকাতির মাত্রা আগের সময়ের চেয়ে বেড়েছে।
বলাইখাঁ এলাকার আলী আকবর জানান, হোড় গাও রোডে ছিনতাইয়ের আতংকে অনেক বেড়ে গেছে। প্রতিরাতেই ছিনতাই হচ্ছে।
রূপগঞ্জের মহাসড়ক ছাড়াও ডহর গাঁও রোডে ও গোলাকান্দাইল হোড়গাও রোডে রাতে লোক চলাচলে আতংক বিরাজ করছে। সন্ধ্যা হলে হোড় গাঁও রোডে মানুষ চলাচল বন্ধ করে দেয়।
এসকল রোডে পথচারী ও যাত্রীদের ছিনতাই ও  ডাকাতি করে সর্ব শান্ত করে আসছে এই দলটি। ভুক্তভোগীদের অভিযোগ সাওঘাট আধুরিয়া, হোড় গাঁও ও সাওঘাট আড়াইহাজার রোডে প্রকাশ্য দিবালোকেও এই ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত একমাসে প্রায় অর্ধশতাধিক ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এতো ঘটলেও পুলিশের হয়রানির ভয়ে থানায় মামলা দিতে রাজি হয়নি।
এ ঘটনায় রূপগঞ্জ থানার  ওসি (অপারেশন) তনময় জানিয়েছেন ছিনতাইয়ের ঘটনা নিয়ে ওসি স্যারের সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...