শিরোনাম
রূপগঞ্জে মহাসড়কসহ ৬ রুটে ছিনতাই ডাকাতি বেড়েছে | পথচারী ও যাত্রীরা আতংকে !
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ছিনতাই ও ডাকাতির আতংক বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায় উপজেলার ৬টি রোডে সবচেয়ে বেশি আতংকের খবর পাওয়া গেছে। এরমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট পল্লী বিদ্যুৎ অফিস থেকে আধুরিয়া বাসষ্ট্যান্ড পর্যন্ত, সাওঘাট আড়াইহাজার রোডের কাতরারচক থেকে ডহরগাঁও পর্যন্ত ও গোলাকান্দাইল গরুর হাট থেকে হোড় গাঁও রোডের হোড় গাও পর্যন্ত, এশিয়ান রোডের আল রাফি হাসপাতাল থেকে বস্তল পর্যন্ত, মহাসড়কের রাবেত আল হাসান মার্কেট থেকে হার বেষ্ট গার্মেন্টস পর্যন্ত ও এশিয়ান হাইওয়ের এলাচি হোটেল থেকে কালাদি মোড় পর্যন্ত রোডে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে বেড়েছে । এছাড়াও মহাসড়কে বসানো ফুটপাতের কাঁচাবাজারে ছিনতাই ও পিকপকেটারদের দৌরাত্বে দিনদিন বেড়েই চলছে। ফলে ছিনতাই ও ডাকাতির আতংকে চলাচল করছে এসকল এলাকার মানুষজন। জানা যায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে ফকিয়া গার্মেন্টস থেকে আসার পথে কাতরারচক এলাকায় মোজাম্মেল হক নামের এক পথচারী ছিনতাইয়ের কবলে পড়ে। ছিনতাইকারীরা ছুরির মুখে ছিনিয়ে নেয় তার মানিব্যাগ। মোজাম্মেল হক বলাইখাঁ এলাকার এক সাবেক বিজিবি সদস্য। তিনি জানান, ছিনতাই করার সময় তার বিশেষ অনুরোধে ছিনতাকারীরা কাগজপত্র ও একটা ব্যাংকের চেক পরের দিন গোলাকান্দাইল এলাকার শাহ আলমের ছেলে টুটুলের কাছে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী মোজাম্মেল হক এটাও জানান, গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকার শাহ আলমের ছেলে টুটুল তার ছিনতাইয়ের ঘটনার হোতা।
তিনি দাবী করেন টুটুলকে আটক করলেই আড়াইহাজার রোডে ছিনতাইকারী চক্রের সব ছিনতাকারীর তথ্য বেরিয়ে আসবে।
মাহনা এলাকার দেলোয়ার জানান সাওঘাট থেকে আধুরিয়া পর্যন্ত প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের নজরদারী না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। আগে এতো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, ইদানিং ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ছিনতাই ও ডাকাতির মাত্রা আগের সময়ের চেয়ে বেড়েছে।
বলাইখাঁ এলাকার আলী আকবর জানান, হোড় গাও রোডে ছিনতাইয়ের আতংকে অনেক বেড়ে গেছে। প্রতিরাতেই ছিনতাই হচ্ছে।
রূপগঞ্জের মহাসড়ক ছাড়াও ডহর গাঁও রোডে ও গোলাকান্দাইল হোড়গাও রোডে রাতে লোক চলাচলে আতংক বিরাজ করছে। সন্ধ্যা হলে হোড় গাঁও রোডে মানুষ চলাচল বন্ধ করে দেয়।
এসকল রোডে পথচারী ও যাত্রীদের ছিনতাই ও ডাকাতি করে সর্ব শান্ত করে আসছে এই দলটি। ভুক্তভোগীদের অভিযোগ সাওঘাট আধুরিয়া, হোড় গাঁও ও সাওঘাট আড়াইহাজার রোডে প্রকাশ্য দিবালোকেও এই ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত একমাসে প্রায় অর্ধশতাধিক ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এতো ঘটলেও পুলিশের হয়রানির ভয়ে থানায় মামলা দিতে রাজি হয়নি।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) তনময় জানিয়েছেন ছিনতাইয়ের ঘটনা নিয়ে ওসি স্যারের সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#