শিরোনাম
নারায়ণগঞ্জে পোশাক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল পরিদর্শন করলেন বেলজিয়ামের রানী মাথিল্ডে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে পোশাক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে।
নারায়ণগঞ্জে বিসিক শিল্প নগরীর তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস পরিদর্শন করলেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে প্রবেশ করেন শিল্প প্রতিষ্ঠানের পোশাক তৈরীর ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, সরকারি পরিচাল, ফকির নাফিজুজ্জামান,বিকেএমইএর নির্বাহী সভাপতি মোঃ হাতিম,বিজিএম এর সভাপতি ফারুক হাসান সহ অন্যান্যরা। বেলজিয়ামের রানী মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন বাংলাদেশ সফরে আসেন বেলজিয়ামের রানী মাথিল্ডে।
রানি নারায়ণগঞ্জে ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করনে। বিকেল ঢাকার উদ্দেশ্যে রওনা করে। রানীর সফরের বিষয় ফকিরের অ্যাপারেলসের পরিচালক ফকির নাফিজুজ্জামান, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতে, ও বিজিএম এর সভাপতি ফারুক হোসেন সাংবাদিকদের জানান, বেলজিয়ামের রানীর সফরে বাংলাদেশের পোশাক শিল্পের একটি মাইল ফলক হবে বলে মনে করেন বাংলাদেশের অ্যাপেরেলস ইন্ডাস্ট্রিজ এর বড় একটি ব্র্যান্ডিং হবে বলে জানান।
রানী শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে অভিভূত যে ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি গ্রীন পোশাকশিল্পে বাংলাদেশে এত আধুনিকতার ছোঁয়া আছে। নারী শ্রমিকদের সাথে রানী কথা বলে নারীর ক্ষমতায়নের জন্যেও প্রশংসা করেন তিনি। রানী জানতে চায় শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা আছে শ্রমিকদের কর্মঘন্টা কতটুকু সময় শ্রমিকদের বাচ্চাদের কিভাবে রাখা হয় তাও জানতে চান। বাচ্চাদের রাখার ডে কে আর, থাকা খাওয়া, পড়াশোনার জায়গা দেখে রানী সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচারের ঘাটতি ছিল বেলজিয়ামের রানীর সফর এর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ হচ্ছে পাশাপাশি বাংলাদেশের মতো কর্মপরিবেশ নিয়েও রাণী সন্তোষ প্রকাশ করেন বলে জানান পোশাক শিল্প মালিক নেতৃবৃন্দরা। #