নিতাইগঞ্জে বিষ্ফোরনে ধসে পড়া ভবন অপসারন শুরু করেছে সিটি কর্পোরেশন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে পাইকারি ব্যবসার প্রানকেন্দ্র নিতাইগঞ্জে বিস্ফোরনে আগুন ধরে ধসে পড়া খাদ্যপন্যের মার্কেটের ঝুঁকিপুর্ন দুতলা ভবনটি সিটি কপোরেশন ভেকু দিয়ে ভেঙ্গে অপসারন শুরু করেছে। আজ বুধবার সকালে আইনশৃংখলার নিরাপাত্বা বাহিনী নিয়ে সিটি কর্পোরেশন এ অপসারনের কাজ শুরু করে।
গত ১৮ মার্চ সকালে ভয়াবহ বিষ্ফোরন খাদ্যপন্যের মাকের্টে ভবনের তিনটি দোকানের ছাদঁ ধসে পড়ে । এতে দুইজন নিহত সহ আটজন গুরুত্বর আহত হয়। বিস্ফোরনের আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিভিয়ে ভবনটিকে ঝুকিপুর্ণ ঘোষনা করে।গত মঙ্গলবার জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গনপুর্ত বিভাগ, ডিপিডিসি, তিতাসসগ মোট সাতটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঝুকিপুর্ণ ভবনটি ভেঙ্গে ফেলার জন্য মালিকে নোটিশ টানিয়ে ২৪ ঘান্টার সময় বেধে দেয়। কিন্ত মালিক ভবনটি না ভাঙ্গার কারনে ব্যস্ততম নিতাইগঞ্জের মানুষের জানমালের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বুধবার সকাল থেকে একটি ভেকু দিয়ে ঝুকিপুর্ণ ভবনটি অপসারনে কাজ শুরু করে। সিটি কর্পোরেশনর নগর পরিকল্পনাবিদ জানান, ভবনের কম ঝুকিপুন এলাকায় যে কটি দোকান ছিলো সেইসব দোকানের পন্যগুলো মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। যে তিনটি দোকানের ছাদঁ ধসে পড়েছে সেই দোকানের পন্যগুলো ঝুকিপুর্ন ভবনের ইট, সুরিক সরানোর পর দোকা মালিককে পন বের করা সুযোগ দেয়া হবে।
এদিকে ভবন ধসে পড়ার মালামাল আটকে যাওয়ায় ব্যবসায়ীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের দাবি ঈদের রোজায় ভোগ্যপন্যের বেচাকেনা ভালো হয়। কিন্তু আমাদের পন্যগুলো দাকান থেকে বের করতে না দিয়ে ভবন অপসারন করার কাজ শুরু হওয়ায় তারা আরো বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এদিকে বিষ্ফোরনে নিহত ও আহদের জন্য সরকারি ভাবে ক্ষতিপুরন চেয়েছেন শ্রমিকরা। #