রূপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকায় এঘটনা ঘটে।
মৃত স্কুল শিক্ষার্থীরা হল,গন্ধবপুর এলাকার রোকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার ও নেত্রকোনা জেলার দুর্গাপুর গ্রামের সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার, হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।
হোরগাও এলাকার আক্তার ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া । নিহত স্কুল ছাত্রীরা চতুর্থ ও পঞ্চম শ্রেনীর ছাত্রী। নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে পুকুরে তিনজন স্কুল শিক্ষার্থী গোসল করতে নামে। তাদের কেউ সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েআসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। #