নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   লীড নিউজ   ১২ দফা দাবিতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের মানববন্ধন 
অধ্যক্ষের অপসারণের দাবি / ১২ দফা দাবিতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের মানববন্ধন 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেকঃ  বিদুৎ সরবরাহ, নিরাপত্তা, বিনোদন নিশ্চিত সহ ১২ দফা দাবিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করছে। এসময় মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহাবুবুর রশীদ তালুকদারের অপসারণ সহ ক্লাব বর্জন আন্দোলনের ঘোষনা দেন ছাত্ররা। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্যে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন,
দীর্ঘ এক মাস যাবত ১২ দফা দাবির কথা জানিয়ে প্রতিষ্ঠানের অদক্ষের কাছে স্মরকলিপি দিয়ে দাবি জানিয়ে আসছে ছাত্ররা। তিনি দাবি পূরন না করে উল্টো আন্দোলনকারী ছাত্রদের শোকজ করে এবং প্রতিষ্ঠান থেকে হুমকি দিয়ে আসছে। ছাত্রদের খেলার মাঠ ব্যাবহার করতে দেওয়া হয়না, ছাত্রাবাসে বিদুৎ দেওয়া হয়না, বহিরাগতদের প্রবেশ বন্ধ না করে অনিরাপত্তার মধ্যে ফেলেছে শিক্ষার্থীদের। মানববন্ধনে
এসব দাবি দ্রুত বাস্তাবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা।
১২ দথা দাবিতে স্মারকলিপি হুবহুব তুলে ধরা হলো
৫ ই সেপ্টেম্বর , ২০২৩ বরাবর মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ৮৯/২ কাকরাইল , ঢাকা বিষয়ঃ বি.আই.এম.টি প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মহোদয় , যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে , আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অ মেরিন টেকনোলজি , বন্দর -১৪১০ , নারায়ণগঞ্জ এর সাধারণ প্রশিক্ষণার্থীবৃন্দ । আমরা সাধ প্রশিক্ষণার্থী আপনার সমীপে জানাইতেছি যে , আমাদের প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মহোদয় এবং তার প্রশাসন অনিয়ম ও দূর্নীতির সঙ্গে জড়িত । আমরা সকল প্রশিক্ষণার্থী অধ্যক্ষ মহোদয়ের নিকট আমাদের সাধারণ দাবী ও আমাদের অধিকার লিখিতভাবে পেশ করি । কিন্তু দুঃখের বিষয় অধ্যক্ষ মহোদয় আমাদের দাবী গুলো বাস্তবায়ন না করে সাধার প্রশিক্ষণার্থীদের উপর বিভিন্নভাবে হয়রানি এবং সেই সাথে ছাত্রত্ব বাতিল করার হুমকি প করেন । তাই আমাদের সাধারণ প্রশিক্ষণার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার গুলো আপনার নিকট নিবেদন করছি । ১। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে অর্থের বিনিময়ে একাধিক পদে নিয়োগ বাণিজ্য । ২। ছাত্রাবাসের ছাত্রদের উপর হয়রানি ও শারীরিক নির্যাতন করেন । সেই সাথে ছাত্রাবাে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখেন এবং চলমান নিয়মের ব্যাঘাত ঘটিয়ে ছাত্রাবাসের ছাত্রদের মাঝে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি বন । ৪। পন্টুন ও মেরিন ডকইয়ার্ডে প্রতিনিয়ত বহিরাগতদের মাদকের আড্ডা বন্ধ করতে অধ্যক্ষ মহোদয়ের নিকট মৌখিক ও লিখিতভাবে অভিযোগ প্রদান করলেও তিনি কোন প্রকার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহন করেন নাই । যার ফলে পন্টুন ও ডকইয়ার্ড বহিরাগতদের মাদকের আড্ডাস্থলে পরিণত হয়েছে । সেই জন্য Au Jannat -05-09 28 . 2:55 e .
আমাদের সাধারণ প্রশিক্ষণার্থীদের পটুন ও ডকইয়ার্ড ব্যবহার হুমকির মুখে পড়েছে । ৫। সাধারণ প্রশিক্ষণার্থীদের জন্য খেলার মাঠ ব্যবহার অনুপযোগী অবস্থায় রাখা , দৈনন্দিনে বিনোদন ব্যবস্থা ও প্রশিক্ষণার্থীদের জন্য কোন কমন রুম নেই , পূর্বে কমন রুম ও টেলিভিশন ব্যবস্থা থাকলেও বর্তমানে অধ্যক্ষ মহোদয়কে বারবার অভিহিত করার পরেও তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন নাই । ৬। SEIP এর ড্রাইভিং কোর্সসহ অন্যান্য কোর্সে অর্থের বিনিময়ে ভর্তি গ্রহন করেন এবং উহা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন । ৭। ক্যাম্পাসে নতুন জিনিস কেনার ক্ষেত্রে দুর্নীতি করে অর্থ আত্মসাৎ করেন । ( যেমনঃ- লাইব্রেরির মান উন্নয়নের কথা বলে এসি , টিভি , টেবিল , কম্পিউটার ইত্যাদি ক্রয়ের নামে বিপুল পরিমাণ অর্থ দুর্নীতি করেছেন ) ৮। অধিক অর্থ আত্মসাৎ করার জন্য SEIP এর ব্যাচ সংখ্যা বৃদ্ধি করে , ক্যাম্পাসের ছাত্রদের জন্য বরাদ্ধকৃত ওয়ার্কসপ ও যন্ত্রপাতি SEIP এর প্রশিক্ষণার্থীদের ব্যবহার করায় যার ফলে ক্যাম্পাসের ছাত্ররা প্রশিক্ষণের সুযোগ পায় না । ৯। সর্বোপরি ১৫ কর্মদিবসের মধ্যে অধ্যক্ষ মহোদয়কে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি , বন্দর নারায়ণগঞ্জ থেকে বদলি চাই । অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে , আমাদের উপরিউক্ত উল্লেখিত বিষয়গুলো সমাধান পূর্বক ব্যাবস্থা গ্রহণ করে বিশেষভাবে বাধিত করলে আপনার প্রতি সদয় কৃতজ্ঞ থাকব । বিনীত নিবেদক , বাংলাদেশে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সকল প্রশিক্ষণার্থীবৃন্দ সংযুক্তি -১ : সকল প্রশিক্ষণার্থীদের গণস্বাক্ষরঃ

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...