শিরোনাম
আড়াইহাজারে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০
আড়াইহাজার প্রতিবেদকঃ সারা দেশের সাথে আড়াইহাজারেও বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় ২০২৪ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় আড়াইহাজার পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন পরীক্ষার্থ অনুপস্থি রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে জেনারেল পরক্ষীর্থী অনুপস্থিত রয়েছে ৬ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে ৪ জন।
এবারে আড়াইহাজারে মোট ৬ টি কেন্দ্রে মোট ৩হাজার ২৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্রগুলো হচ্ছে, সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় । এতে পরীক্ষায় অংশ নেন ৭৫৩ জন পরীক্ষার্থী। আড়াইহাজার পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র অংশ নেন ১ হাজার ৪৭ জন । গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেন ৪১৭ জন পরীক্ষার্থী। কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেন ৩৩১ জন পরীক্ষার্থী।
শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেন ২৯১ জন পরীক্ষার্থী। পুরিন্দা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেন ৪০০ জন পরীক্ষার্থী। এ ছাড়া দাখিল পরীক্ষায় ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেনারেল পরীক্ষার্থী ৯৯৬ জনের মধ্যে ৯৯০ জন এবং ভোকেশনাল পীক্ষার্থী ২৮০ জনের মধ্যে ২৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে কর্তৃপক্ষ জানায়। এতে অনুপস্থিত রয়েছেন ১০ জন। প্রথম দিনের পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন পরীক্ষার্থী বা শিক্ষক বরখাস্ত হওয়ার মত কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আড়াইহাজার পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া স্বপন। #