খানকায়ে দারুল ইস্কে পীরের দরবারে বাহারি ইফতার পাঠলেন মেয়র আইভী
নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার দাদা পীর তার বাবার পীর ও নিজের পীরের দরবারে বাহারি আয়োজনে ইফতার সামগ্রী পাঠিয়েছেন। শুক্রবার ২৫ রমজান নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্ক দরবারের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই মেয়র আইভী’র পাঠানো ইফতার সামগ্রী গ্রহন করেন।
পরে খানকা শরীফে বিশেষ দোয়া করে তরিকতের পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দদের নিয়ে পীর জাদারা ইফতার মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, মেয়র ডা. সেলিনা হায়াৎ প্রতি বছর তার পীরের দরবারে বাহারি আয়েজনে ইফতার প্রদান করেন।
পীরের দরবারে এমন খেজমতের জন্য পীরজাদারা মেয়র আইভীকে দোয়া ও ধন্যবাদ জানান। #