শিরোনাম
আমিনুল ইসলাম সংসদের ঈদ পোশাক উপহার পেয়ে ছিন্নমূল শিশুদের মুখে হাসি
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে মোঃ ফয়জুল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় ছিন্নমূল শিশুদের ঈদের পোশাক উপহার দেওয়া হয়েছে।
শনিবার ০৬ এপ্রিল বিকেলে শহরের পালপাড়া ও দেওভোগ এলাকায় পৃথক দুটি স্থানে শিশুদের মাঝে ঈদের পোশাক উপহার দেওয়া হয়।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
ঈদের পোশাক পেয়ে ছিন্নমূল শিশুরা আনন্দ প্রকাশ করে জানিছেন তারা নতুন জামা পেয়ে খুশি।
এ বিষয়ে মরহুম আমিনুল ইসলামের ছোট ছেলে ফয়জুল ইসলাম রুবেল স্মৃতি সংসদের পক্ষে জানিয়েছেন,
ছিন্নমূল শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগবাগি করতে বিগত কয়েক বছর ধরে আমিনুল ইসলাম স্মৃতি সংসদ এমন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে আগামীতেও আমরা শিশুদের মুখে হাসি ফুটাতে ঈদ পোশাক উপহার দেওয়া চলমান রাখবো। #