একই মঞ্চে সভা করলেন মেয়র আইভী, শামীম ওসমান, সেলিম ওসমান ও হুইপ বাবু
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে একমঞ্চে বসে যানজট ও হকার সমস্যা নিয়ে সভা করলেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি,এমপি শামীম ওসমান,সেলিম ওসমান এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। সোমবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলে অংশ নিয়ে শামীম ওসমান বলেন শহরকে যানজট মুক্ত করার জন্য সংসদ সদস্য সেলিম ওসমান পুলিশ কে ৪৫লাখ টাকা দিয়েছে। আমার প্রশ্ন এ টাকা দিতে হবে কেন।
সরকারই তো টাকা দেয়। এখন যদি সিটি করপোরেশনের মেয়র বলে ফুটপাতের মালিক সিটি করপোরেশন, এটা সত্যি। আমি বলেছি হকার বসলে সব জায়গায় বসবে না যদি বসে তাহলে নির্ধারিত কোথাও বসবে না। আমি সিটি করপোরেশনকে এর সুরাহা বের করতে হবে। যানজটের দুটো সেক্টর আছে। সিটি করপোরেশন ও তাদের টিম আছে। সিটি করপোরেশন মানে শুধু আইভী না। সিটি করপোরেশন প্রশাসনকে তাগিদ পত্র দেবে।আজ এখানে প্রশাসনের লোক থাকলে ভাল হত উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি আমরা একসাথে আলোচনায় বসি।
নারায়ণগঞ্জের সব সমস্যা একসাথে তো সমাধান করতে পারবো না।এসময় মেয়র আইভি বলেন শহরের অনেক নাগরিক সমস্যা রয়েছে।এ সমস্যা গুলো চিন্থিত করে নারায়নগঞ্জের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান,নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা। #