আফসানা আফরোজ বিভার উদ্যোগে তীব্র তাপদাহে মানুষকে শরবত পান করানো হয়
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নাসিক ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভার উদ্যোগে ঠান্ডা (শরবত)পানীয় পান করানো হয়। (বুধবার- ২৪ ই এপ্রিল ) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ২নং বাবুরাইল মসজিদের সামনে সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা পথচারী সহ বিভিন্ন যানবহনে চলাচলকারী মানুষকে শরবত পান করানোর ব্যবস্থা করেন। এসময় কাউন্সিলর নিজ হাতে সকলের কাছে গিয়ে শরবতের ঠান্ডা শরবতের গ্লাস পৌছে দেন তিনি।
দেশব্যাপী তীব্র তাপদাহে মানুষ যখন একটু সুস্তির পথ খুঁজেন, তখন যদি হয় ঠান্ডা শরবত প্রাণভরে যায়। গত ২৩ ই এপ্রিল মঙ্গলবার মন্ডলপাড়া এলাকায় দুপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শরবত পান করানোর মধ্যদিয়ে এই ছোট একটি সেবামূলক কাজ চালু করা হয়। আজ দুপুরে একই ভাবে সকল পেশার মানুষকে শরবত পান করানো হয়। আগামি কাল ২৫ ই এপ্রিল দুপুরে দেওভোগ বড় জামে মসজিদের সামনে শরবত পান করানো হবে।
কাউন্সিলর আফসানা আফরোজ বিভার সাথে কথা বললে তিনি বলেন, আমি চেষ্টা করি সব সময় মানুষের পাশে থাকতে। এক গ্লাস শরবত মানুষকে প্রখর রোদের কষ্ট থেকে বাঁচায়, যতদিন প্রচন্ড তাপদাহ থাকবে ধারাবাহিক ভাবে এই মানুষ সেবার কাজটি চলমান রাখবো । আমি সব সময় যেন সাধারণের পাশে থাকতে পারি, দোয়া করবেন আমার জন্য সবাই। #