ইট বালু ব্যাবসা আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ অর্থ বিষয়কে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইট বালুর ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর আলীপাড়া এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সুরুজকে মৃত্যু। আহতরা হলঃ- সুরুজ মিয়ার দুই ছেলে জনি আহমেদ ও রাজু আহমেদ অটোরিকশা চালক রাসেল ও শাকিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু, হিরার সঙ্গে সুরুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে ঝগড়া চলছে। এছাড়া সালু ও হিরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে ইট বালু দিতে চাইলে ভুক্তভোগী সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এ নিয়ে সুরুজ মিয়া সালু ও হিরাকে শাসন করেন। এর জের ধরে এলাকার মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার পর সালু, হিরা সহ ২০-২৫ জনের একটি দল হামলা করে সুরুজ মিয়াকে কুপিয়ে জখম করে। খবরপেয়ে তার ছেলেরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম জানান,আধিপত্য বিস্তার ও ইট-বালুর ব্যবসাকে কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। আজকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়ার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। #