বিভা হাসানের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে শীক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারী কাউন্সিলর বিভা হাসানের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শীক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার ১০ আগষ্ট ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিছন্ন রাখতে দিনরাত কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। তাদের মাঝে দুপুর ১ টায় শহরের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত চারটি স্পটে ২০০ জনের রান্না করা খাবার বিতরণ করা হয়।
গত ৯ ই আগষ্ট থেকে এই কার্যক্রম শুরু করেন বিভা হাসান। ধারাহিকভাবে প্রতিদিন ট্রাফিক নিয়ন্ত্রণ নারায়ণগঞ্জ শহর পরিছন্নতার কাজে নিয়োজিত শিক্ষার্থীদের খাবার বিতরণ করবেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান বলেন, ৫ ই আগষ্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করার
পর থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় পুলিশের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, দেশের এই সংকটময় সময় কোমলমতি শিক্ষার্থী ও আনসার বাহিনী নারায়ণগঞ্জ শহরে যানযট নিরসনে যেভাবে দায়িত্ব পালন আসছে, নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। ভালো কাজে উৎসাহ যেগাতে তাদের পাশে থেকে আমার স্বাদ্যমত সহযোগীতা করতে চাই।ধারাহিকভাবে আজ দ্বিতীয় দিনেও শহরে শিক্ষার্থীদের হাতে দুপুরে খাবার পৌঁছে দেন তিনি। আগামীকালও এই কার্যক্রম অব্যাহত থাকবে #