শিরোনাম
নারায়ণগঞ্জে ৭ টি থানার কার্যক্রম শুরু হয়েছে | নিরাপত্তায় সেনাবাহিনী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়নগঞ্জে ৭ টি থানার কার্যক্রম শুরু হয়েছে । থানাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানাতে সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকাল থেকে নারায়ণগঞ্জে ৭টি থানায় পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদিয়ে কার্যক্রম শুরু করে। থানাগুলোতে পুলিশকে সহযোগিতা করতে প্রতিটি থানাতেই রয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যাবস্থা। এছাড়াও রয়েছে আনসার সদস্য ও শিক্ষার্থীরা ।
নারায়ণগঞ্জে মোট ৭টি থানা রয়েছে।
সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানা। রোববার সকাল থেকে সকাল থেকে সাতটি থানার সব গুলোতেই পুলিশ কর্মস্থলে যোগদান করতে শুরু করতে দেখা গেছ।
পাঁচদিন বন্ধ থাকার পর ১০ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সবগুলো থানার কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসন, সেনা বাহিনী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে থানাগুলোর গেট খুলে দেয়া হয়। থানাগুলোর নিরাপত্তার দায়িত্বে মাঠে রয়েছে সেনাবাহিনী। পরে থানার পুলিশ সদস্যরা থানার কার্যক্রম শুরু করতে থাকেন।
জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুর করে আন্দোলনকারীরা। পরবর্তীতে তারা থানা ঘেরাও করতে যায়। এসময় সিদ্ধিরগঞ্জসহ বেশ কয়েকটি থানায় হামলা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। লুট করা হয় সিদ্ধিরগঞ্জ থানার সকল আসবাবপত্র ও মালামাল। এর পর থেকেই কার্যক্রম বন্ধ ছিলো জেলার সকল থানার।
এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সকলের সাথে কথা বলে থানার কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেই। তারই ধারাবাহিকতায় আজ জেলার ৭টি থানাই খুলে দেয়া হয়। থানাগুলোতে সীমিত আকারে শুরু হয়েছে কার্যক্রম। নারায়ণগঞ্জের সব থানার নিরাপত্তার দায়িত্বে মাঠে রয়েছে সেনাবাহিনী।
এছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১। এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মাহামুদুল হক জানিয়েছেন, মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করে নারায়ণগঞ্জে ৭ থানার কার্যক্রম শুরু হয়েছে।
তাদের নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও আনসান সদস্যরা নিয়োজিত আছে।
এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১০ আগস্ট) বিকাল পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলা পর্যায়ের ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। #