শিরোনাম
৩৪ শিশু হত্যার বিচারের দাবি নারায়ণগঞ্জে খেলাঘরের শিশু অবস্থান অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের রিয়া গোপ সহ ৩৪ শিশু ও ছাত্র জনতা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে শিশু অবস্থান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের আয়োজনে এ শিশু অবস্থান অনুষ্ঠিত হয়েছে। এসময় অংশ গ্রহন করা শিশুদের হাতে বিভিন্ন শিশু হত্যার বিচারে দাবি সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে।
এসময় উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের প্রধান উপদেষ্টা রথীন চক্রবর্তি, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী চক্রবর্তি
নারায়ণগঞ্জ জেলা খেলাঘর সভাপতি জহিরুল ইসলাম জহির,
এসময় নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, শিশুরা রাজনীতি করে না শিশুরা তার ফল ভোগ করে। যখন রাজনীতি সুন্দর থাকে তখন শিশুদের শৈশব হয় আনন্দের। আর যখন রাজনীতি অসুন্দর হয় তখন শিশুদের শৈশব হয় আতংকের ভয়ের। আমরা শিশুর আনন্দময় শৈশব চাই। খেলা ঘর সর্বাদা শিশু হত্যার প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে ।
এ আন্দোলনে আমরা ৬৫ জন শিশুকে হত্যা হতে দেখেছি। আমাদের দাবি নারায়ণগঞ্জের রিয়া গোপ সহ ৩৪ শিশু ও ছাত্র জনতা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
এসময় শিশু অবস্থানে অংশ নেওয়া খেলাঘরের শিশুরা বলেন কেন রিয়া গোপ সহ ৩৪ শিশুকে কেন গুলি করে হত্যা করা হলো। আমরা
শিশু হত্যার সর্বাচ্চ বিচার চাই। আর যেন এভাবে আর কোন শিশুকে হত্যা করা হয় আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছি। #