শিরোনাম
দৃষ্টান্ত / নারায়ণগঞ্জ ক্লাবের লুট হওয়া মালামাল রাস্তায় ফেলে রেখে যাচ্ছে মানুষ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ক্লাবের লুট হওয়া মালামাল রাস্তায় ফেলে রেখে যাচ্ছে মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক সাংসদ শামীম ওসমান তার সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষন করে।অভিযোগ রয়েছে হামলার সময় তারা নারায়নগঞ্জ ক্লাব থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন।

এরপর গত ৫ আগস্ট সরকার পতনের পর নারায়ণগঞ্জ ক্লাবে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে ও লুটপাট করে মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় ক্লাব কর্তৃপক্ষ একটি মামলা করে এবং ক্লাব থেকে লুট হওয়া মালামাল ফেরত দিতে শহরে মাইকিং করে।মাইকে ঘোষনা করা হয়, লুটকৃত মালামাল ফেরত না দিলে তাদের এবং পরবর্তীতে করো বাড়িতে নারায়ণগঞ্জ ক্লাবের লুটকরা মালামাল পাওয়া গেলে তাদের মামলার আসামী করা হবে।
এই ঘোষনার পর আজ রবিবার ৮ সেপ্টেম্বর দুপুরে শহরের দেওভোগ পাক্কারোড এলাকায় সড়কে এক সেট সোফা ও চেয়ার কে বা কারা ফেলে রেখে যায়। পরে ক্লাবের সদস্যরা সোফাসেট ও চেয়ার সনাক্ত করে নিশ্চিত হয় এ মালামাল নারায়ণগঞ্জ ক্লাবের ।
পরে ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা এসে মালামালগুলো উদ্বার করে নিয়ে যায়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লুটকারীরা নিজেদের পরিচয় আড়াল করতেই লুটকরা মালামাল সড়কে ফেলে রাখছে। তবে এটা ভাল দিক। একটি ঐতিহ্যবাহী ক্লাবের লুট হওয়া মালামাল ফেরত দিচ্ছে তারা। এতে আরো অনেকেই উৎসাহ পাবে এসব মালামাল ফেরত দিতে।
ক্লাব সূত্র জানায়,ইতিপূর্বে ক্লাবের লুট হওয়া টিভি,সোফা সহ আরও কিছু মালপত্র ফেরত পাওয়া গেছে#




