নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ   |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত
 প্রচ্ছদ   মহানগর   সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করলেন ত্বকীর পিতা – রফিউর রাব্বি 
সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করলেন ত্বকীর পিতা – রফিউর রাব্বি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, ‘আমরা স্বাধীনতার ৪৩ বছর পার করে উপলব্ধি হয়েছে ৩ থেকে ৪ বছর ছাড়া রাষ্ট্র পরিচালনা করেছে দুর্বৃত্ত সরকার। একাত্তরে চেয়েছিলাম, এদেশ সকলের দেশ হয়ে উঠবে। জাতি, ধর্ম, নির্বিশেষে সকলের দেশ হবে। এত বছরেও দেশটি সেভাবে হয়ে উঠেনি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১১ বছর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

র‌ফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হয়েছিল, এখন আমরা দেশটাকে নিজেদের মত করে পাবো। এ দেশ আমাদের হবে কিন্তু নিশ্চয়তা পাচ্ছি না। বারবার চেয়েছি হয়নি। জনগণের ভোটে, বিনা ভোটে যারাই ক্ষমতায় গেছে তারাই জনগণের বিপক্ষে কাজ করেছে। ‘অন্তর্বতীকালীন সরকারের একমাস। একমাসে সব হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না। তবে ছাত্র-জনতার স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দখল দেখছি আমরা, এর বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান আশা করি। শেখ হাসিনার ১৬ বছরে পুলিশ বাহিনী কলুষিত হয়েছে। জনগণের বিরুদ্ধে একটি নিকৃষ্ট বাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। পুলিশ সদস্য আমাদেরই স্বজন। আমাদেরই ভাই, বন্ধু। দেশ গড়তে এদের লাগবে’, যোগ করেন তিনি। রফিউর রাব্বি বলেন, ‘সরকারের পরবর্তনের মধ্য দিয়েই সংগ্রাম শেষ হয়ে যায় না। বিপ্লবের পর সংস্কৃতির যে বিপ্লব, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যেটা কখনো হয়নি। সংস্কৃতির পুনর্জাগরণ যদি ঘটানো না যায়, মানুষের চিন্তার প্রতিফলন যদি সংস্কৃতির মাধ্যমে যদি জাগিয়ে তোলা না যায়,

আমরা এদেশকে কোনোভাবে আমাদের মতো করে তুলতে পারবো না। দুর্বৃত্তের রয়ে যাবে। এই সময় তিনি সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। এই সময় আরও বক্তব্য রাখেন খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!