শিরোনাম
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে না’গঞ্জে জশনে জুলুস র্যালী নানা কর্মসূচি পালিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী।
সকাল সাড়ে দশটায় শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে র্যালীটি শেষ করে।
সৈয়দ বাহাদুর শাহ বলেন, সকল মুসলিম মিল্লাতকে আহবান করে বলেন সকলে রসুল পাকের মহান আদর্শে ধারন করে বাংলাদেশকে সুন্দর একটি দেশে পরিনত করি।
এবং সমস্ত সাম্প্রদায়িক দ্বন্ড ভুলে গিয়ে আজকে বিভিন্ন মাজার শরীফ ও খানকা শরীফে হামলা বন্ধ করে দিয়ে জঙ্গীবাদকে নির্মূল করে সকলে কাধে কাধ রেখে সুন্দর একটি দেশ গড়ার আহবান জানান তিনি।
পরে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। #