শিরোনাম
সাংবাদিক বিল্লালের উপর হামলায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নিন্দা প্রতিবাদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের উপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন।
শুক্রবার ২০ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানায়।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসেন বয়সে তরুণ হলেও সে খুবই একনিষ্ঠ, নির্ভীক ও একজন সাহসী সাংবাদিক। দীর্ঘদিন ধরে সে নিষ্ঠা,
সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সুনামের সাথে নারায়ণগঞ্জে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছে।
একজন তরুণ সাংবাদিকের উপর এমন সন্ত্রাসি হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা হামলাকারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি। #