শিরোনাম
হজ পালনে সমুদ্র পথে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম পড়বে – ধর্ম উপদেষ্টা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হজ পালনে সমুদ্র পথে জাহাজে হাজীদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম পড়বে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, জাহাজে হাজীদের পাঠানো হলে চার্টার শীপ ভাড়া করতে হবে।
এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ঋণ দেন তাহলে হাজীদের কম খরচে পাঠানো সম্ভব হবে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিআ’ আরাবিয়া দারুন উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির হিসেবে অংশ নেন। মাহফির শুরুর আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল হেফাজতে ইসলামের জেলার সাবেক সহ-সভাপতি আবু তাহের জিহাদীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি আরও বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম মতের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। ধর্মে অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার লেখাপড়া করার অধিকার, চাকরী পাওয়ার অধিকার। সব অধিকারের ক্ষেত্রে দরজা সব সময় খোলা এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য সচেষ্ট আছি এবং থাকব।
পুজায় নাশকতার কোন আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, গত দু’দিন যাবত শান্তিপূর্ণভাবে পূজা হয়ে আসছে। আমাদের প্রত্যাশা, আশা সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা সম্পন্ন হবে।
চট্টগ্রামে পূজা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, সজল দত্ত নামের এক হিন্দু লোক, কিছু মুসলমান ছাত্রদেরকে পূজা মন্দিরে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, যেন হিন্দু-মুসলিম ঐক্য-মিলন এই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারা এটা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে দুই ধরনের তথ্য আসছে, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত বক্তব্য পেলে তখন আমরা সরকারীভাবে সেস্টমেন্ট দিতে পারব। #