নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত   |   হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
 প্রচ্ছদ   মহানগর   বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা
বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারা দেশেরমত নারায়ণগঞ্জেও বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো। বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কামনা, বিনাশ ঘটুক অশুভ শক্তির, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক জগত।

রোববার ১৩ অক্টোবর পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৫ নং ঘাট এলাকায় দেবীকে বিসর্জন করা হয়। এর আগে বিকেল থেকে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ থেকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বের করে নগরীর বঙ্গবন্ধু সড়কে ঢাকের নৃত্যের তালে তালে উৎসবে মেতে উঠে হিন্দু ধর্মাবলম্বীরা। ঘোটা নগরী উৎসবের নগরীতে পরিনত হয়।
মহাষষ্ঠীর সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দশভূজা দেবী বন্দনার সূচনা হয়েছিল আনন্দ আয়োজনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হলো তার সমাপন।
তিথি অনুযায়ী, শনিবার (১২ অক্টোবর) মহানবমী পূজার পরই অনুষ্ঠিত হয় বিহিত পূজা আর দর্পণ বিসর্জন। সেই অনুযায়ী শনিবার দুর্গতিনাশিনী দেবির প্রস্থান হলেও রোবরার আনন্দময়ীকে প্রতীকী বিদায় জানান ভক্তরা। দীর্ঘ শোভাযাত্রা শেষে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বিসর্জন করে শেষ করা হয় আনুষ্ঠানিকতা।
স্বামীগৃহ কৈলাশ থেকে কন্যারূপে মর্ত্যলোকে এসে যে দেবী জগৎকে ভাসিয়েছেন উৎসব-আনন্দে, তাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মনে বিষাদ। মায়ের প্রস্থানে মঙ্গল ও শান্তি কামনা আর অশুভ শক্তি বিনাশের প্রার্থনা ভক্তদের।
নিরাপদে প্রতিমা বিসর্জনে এবার  এবার পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর।
দোলায় আগমনের পর এবার দেবী দুর্গা মর্ত্যলোক প্রস্থান করলেন ঘোড়ায় চড়ে।
এর আগে বিকেলে দেশের সমৃদ্ধি  জাতির মঙ্গল কামনায় প্রর্থনা করে সিঁদুর খেলায় মেতে উঠে দুর্গা দেবীকে বিদায় জানায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়। নারায়ণগঞ্জে ২১৪ টি পূজা মন্ডপে দেবীকে বিদায় জানায়  হিন্দু সম্প্রদায়। গাতকাল মহাদশমীতে বিকেলের পর থেকে প্রতিটি মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠে হিন্দু ধর্মাবলম্বীদের নারীরা।
এদিকে প্রতিমা বিসর্জনের সকল রকম প্রস্তুতি নিয়েছে আইনশৃংখলাবাহিনী। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মন্ডম প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের মধ্যে, জুয়েল কুমার পোদ্দার জানায়, প্রতি বছরের মত এবছরও সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পেরেছি এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি।
এ ব্যাপারে শিবু পোদ্দার জানায়, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা পালন করতে পেরেছি। নিরাপত্তার কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে সুবির কুমার সাহা জানায়, সরা দেশের মত নারায়ণগঞ্জেও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালন করেছি। সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রর্থনা করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রতুষ্য কামার মজুমদার জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের সকল রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে এখনও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা পালন করা হচ্ছে। প্রতিমা বিসর্জনে আইনশৃংখলা বাহিনী সর্বোচ্ছ সতর্কতায় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। শান্তিপূর্ণ  ভাবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হয়েছে  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!