নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম
জরুরী যৌথ সভায় সিদ্ধান্ত / নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত জরুরী যৌথ সভায় এ আল্টিমেটাম দেন তারা।

প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরী সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আইউব, হাবিবুর রহমান বাদল, মাহবুবুর রহমান মাসুম, রুমন রেজা, খন্দকার শাহ্ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, প্রেসক্লাবের ক্লাবের সিনিয়র সদস্য ফজলুল বারী, সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ (বিএফইউজে)’র সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, প্রেসক্লাব কার্যকরী কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি, নাহিদ আজাদ, এম আর কামাল, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম সোহেল, প্রণব কৃষ্ণ রায়, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, শফিকুল আলম সুজন প্রমুখ।
সভায় নেতৃবন্দ বলেন, ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের ৫৮ বছরের ইতিহাসে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা আগে কখনো ঘটেনি। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসনের ভুমিকায় অসন্তোষ প্রকাশ করে তারা বলেন, প্রেসক্লাবে হামলার আশঙ্কা করে হামলা হওয়ার দেড় ঘন্টা আগে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি।
পরবর্তীতে হামলাকারীদের হামলায় সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ আহত হলে ক্লাবের অন্যান্য সদস্য এবং ক্লাব স্টাফরা হামলার নেতৃত্বদানকারীকে আটক করে পুলিশে দেয়। কিন্তু উল্টো হামলাকারীদের পক্ষে মিথ্যা মামলা গ্রহন করায় পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার এবং হামলাকারীদের পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন তারা। অন্যথায়, পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর থানার ওসির প্রত্যাহার দাবিসহ বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণা দেয় নেতৃবৃন্দ।
একইসাথে, হামলাকারীদের ইন্ধনদাতা হিসেবে যাদের নাম প্রকাশ পেয়েছে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের স্বাধীণতা সংগ্রামের আগে গঠিত এই নারায়ণগঞ্জ প্রেসক্লাব বিগত ৫৮ বছর যাবৎ স্বাধীনভাবে চলে আসছে। কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি প্রেসক্লাবের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করার চেষ্টা করেনি। এমনকি গত ১৫ বছরে আওয়ামী শাসনামলেও তৎকালীণ এমপি-মন্ত্রী-মেয়র কিংবা নেতাকর্মীরা ক্লাবের কার্যক্রমে হস্তক্ষেপের দু:সাহস দেখায় নি। তবে, সম্প্রতি ৫ আগস্ট পট পরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের কতিপয় নেতাদের ইন্ধনে ঐ দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও দুস্কৃতিকারীরা প্রেসক্লাবে হামলা চালায়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও গর্হিত কাজ। ফলে, এই হামলার পেছনের ইন্ধনদাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এছাড়াও, যে সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনের ব্যক্তিরা এ ধরনের নামবিহীন ব্যক্তি ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে এ কর্ম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, তাদের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...