নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   মহানগর   প্রেসক্লাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাম জোটের নেতৃবৃন্দের
পাশে থাকার দৃঢ় প্রত্যয় / প্রেসক্লাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাম জোটের নেতৃবৃন্দের
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা। সোমবার (৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন কমিউনিস্ট পার্টি, বাসদ ও এলডিপি জেলা-মহানগর শাখার নেতৃবন্দ। যারা প্রেসক্লাবে হামলা করার ধৃষ্টতা দেখিয়েছেন, তারা ভুল করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সদস্য সেলিম মাহমুদ, এলডিপি মহানগর শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইলাম রিপন।
নেতৃবৃন্দ এসময় বলেন, সারা বাংলাদেশে বিভিন্ন জেলা-উপজেলায় প্রেসক্লাব আছে, এদের মাঝে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আলাদা একটি মর্যাদা আছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাব যে গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়ে, নেতা নির্বাচিত হয়, সদস্য নির্বাচিত হয় এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। অবশ্যই গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সকল কাজ পরিচালিত হবে। এখানে নির্বাচিত হয়েই কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সংগঠনের নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও এখানের নির্বাচন কখনো প্রশ্নবিদ্ধ ছিলো না। ভিন্ন মত থাকতে পারে, তবে বর্তমান কমিটি যেহেতু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্লাব পরিচালনা করছে, তাই আগামীতে কাউকে দায়িত্বে আসতে হলে নির্বাচন করেই আসতে হবে। অন্যায়ভাবে দখলভাবে প্রেসক্লাব দখলের চেষ্টা চলবে না।
তারা বলেন, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, ফলে গণতান্ত্রিক প্রক্রিয়াই আমরা সবকিছু চাই। সারা দেশেই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা চলছে। প্রেসক্লাবে হামলার বিষয়টি গণতন্ত্রকে বাধাগ্রস্থ করে। এইভাবে হামলা করে প্রেসক্লাব দখল করা যাবে না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দৃঢ় কণ্ঠে আমরা বলতে চাই, প্রেসক্লাবের মর্যাদা রক্ষার জন্য আমরা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা সর্বদা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। একইসাথে প্রেসক্লাব রক্ষার্থে প্রেসক্লাবের ডাকে যে কোনো লড়াই সংগ্রামে সর্বদা প্রেসক্লাবের পাশে থাকবো।
আওয়ামীলীগের বিগত নেতাদের ইঙ্গিত করে বাম জোটের নেতারা বলেন, আমরা দেখেছি, বিগত সময়ে আমরা নারায়ণগঞ্জের যাদের ঘৃণার চোখে দেখতাম, তারাও কিন্তু নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করার বা প্রভাব বিস্তার করার সাহস পায় নাই। আমাদের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মেম্বার ও সাংবাদিকরা যারা আছেন, তারা সবসময় সত্যটাকে তুলে ধরেছেন, মানুষের পাশে ছিলেন, তাই এখানে কেউ হামলা করতে কখনো সাহস পায় নি।
একইসাথে, সন্ত্রাসী হামলায় আহত প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান তারা।
প্রেসক্লাব পরিদর্শন, আহত সাংবাদিকদের খোঁজ-খবর এবং প্রেসক্লাবের পাশে থাকার ঘোষণা দেয়ায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি জেলা শাখার সদস্য আ: হাই শরীফ, সুজয় রায় চৌধুরী, জাকির হোসেন, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, এম এ শাহীন, ইকবাল হোসেন, বাসদ জেলা শাখার সাইফুল ইসলাম শরিফ, এলডিপি মহানগর শাখার সহ-সভাপতি মো. শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর প্রধান, বন্দর থানা সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সদস্য ইকবাল হোসেন প্রমুখ।
প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সদস্য নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, প্রনব কৃষ্ণ রায়, শফিকুল ইসলাম সোহেল, হাসান উল রাকিব প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। এ হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় ১৪জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...