নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   লীড নিউজ   বাস ভাড়া ৫ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় হরতাল প্রত্যাহার
আন্দোলনের দাবিতে / বাস ভাড়া ৫ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় হরতাল প্রত্যাহার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-নারায়নগঞ্জ রোডে যাত্রীবাহী বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় আগামীকালের অর্ধবেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষনা দেন সংগঠনটির আহবায়ক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এর আগে জেলা প্রশাসন ও পরিবহন মালিক সমিতি জরুরি সভা ডেকে বাস ভাড়া কমানোর কথা জানায়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রফিউর রাব্বি বলেন, বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হোক তা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম চায় না। একই সাথে পরিবহন খ্যাতে নতুন করে কোন মাফিয়া, চাঁদাবাজ ও গডফাদারের রাজত্ব মেনে নেওয়া হবে না। ঢাকা নারায়ণগঞ্জ পথে ননএসি বাসের ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করায় সার্বিক দিক বিবেচনা করে যৌতিক ভাড়া নির্ধারণ হওয়ার হরতার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে গত ২১ দিন ব্যাপী ঢাকা- নারায়নগঞ্জ- সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন শুরু করে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। এতে সমর্থন জানান পেশাজীবি সংগঠন,  রাজনৈতিক দল শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার ফোরামের জেলা শাখার আহবায়ক রফিউর রাব্বি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দোসর মাফিয়ারা অযৌক্তিভাবে নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি করেছিলো। তারা প্রতি টিকেট থেকে চাঁদা আদায় করতো। ৫ আগস্টের পরিবর্তনের সময় সেই মাফিয়ারা পালিয়েছে। তাহলে এখন কেন আগের সেই ভাড়া বহাল থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জে বাসগুলো চলছে সিএনজিতে, কিন্তু ভাড়া নেয়া হচ্ছে ডিজেলের মূল্যে নির্ধারিত দামে। যা কোনোভাবেই যৌক্তি নয়।
তাই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া কমানোর লক্ষ্যে আমরা তিনটি দাবি তুলে ধরেছিলাম। এই দাবিতে আমরা গত ২৬ অক্টোবর থেকে টানা ২১ দিন ধরে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আগামীকাল আমাদের ঘোষিত অর্ধবেলা হরতাল কর্মসূচী ছিলো। কিন্তু আজ জেলা প্রশাসক সাহেব সংবাদ সম্মেলন করে নন এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৭০ টাকা করার ঘোষণা দিয়েছেন। যদিও আমাদের দাবি ছিলো ৪৫ ও ৬৫ টাকা, তারপরও ৫ টাকা কমানোর এ সিদ্ধান্তকে আমরা গ্রহন করছি, একইসাথে আগামীকালের হরতাল প্রত্যাহার করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতেও যে কোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো।
এসময় তিনি জেলা প্রশাসক, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলকে ধন্যবাদ জানান। একইসাথে যাত্রী অধিকার ফোরামের সাথে যুক্ত গণসংহতি আন্দোলন, ন্যাপ, নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জ বাসীসহ সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সংগঠক, খেলাঘরের উপদেষ্টা রথিন চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুর উদ্দিন, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সিপিবি জেলা শাখার সভাপতি হাফিজ উদ্দিন, বাসদ জেলা শাখার আবু নাইম খান বিপ্লব, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, যাত্রী অধিকার ফোরামের সদস্য সচিব ধীমান সাহা জুয়েল প্রমুখ।
এর আগে, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভাড়া কমানোর দাবিতে ২২ দিনের কর্মসুচী ঘোষণা করেছিলো সংগঠনটির নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...