শিরোনাম
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের বন্দর শাখা কার্যলয়ের শুভ উদ্বোধন
বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা বন্দর শাখা কার্যলয় শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় বন্দর থানার মদনগঞ্জ মাহমুদনগর কয়লাঘাট এলাকায় এ কার্যলয়ের উদ্ধোধন করা হয়। বন্দর শাখা কার্যলয়ের শুভ উদ্বোধন ও কমিটি ঘোষনা করেন দেশ বরণ্য বাউল শিল্পী মোঃ লতিফ সরকার।
হযরত ইন্নত আলী শাহ (রহ:) এর সকল আশেকান ও ভক্তবৃন্দের আয়োজনে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার বন্দর শাখা কার্যলয়ের সভাপতি মামুন সরকারের সভাপতিত্বে ও একই কমিটির সাধারন সম্পাদক মোঃ পাগল রিংকু দেওয়ানের সঞ্চালনায় কার্যলয় শুভ উদ্বোধন কালে ওই সময় উপস্থিত ছিলেন দেশ বরণ্য বাউল শিল্পী মোঃ পাগল রফিক সরকার,
লিপি সরকার, চৌধুরী রুবী মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ সোহেল ও আনোয়ার হোসেন ফারুক ল্যাংটা। কার্যলয় উদ্ধোধন পর ঢাকা মিরপুর ও বন্দরে বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।#