শিরোনাম
প্রবীণ সাংবাদিক সেলিম খন্দকার খোকা ইন্তেকাল করেছেন
হাসান উল রাজিব – নারায়ণগঞ্জের খবরঃ দেওভোগ আখড়া খন্দকার টাওয়ার নিবাসী প্রবীণ সাংবাদিক সেলিম খন্দকার খোকা (৬৫) না ফেরার দেশে চলে গেছেন। আজ ১৯ নভেম্বর ২০২৪ইং মঙ্গলবার রাত ৯ টা ৫৪ মিনিটে রাজধানীর সিকেডিইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদ ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে পরিবারে পক্ষ থেকে তার বড় সন্তান সানী খন্দকার ও কন্যা সন্তান গভীর শোক প্রকাশ করেছেন এবং পিতার আত্মার মাগফেরাত কামনায় আত্মীয় স্বজন, ভাই, বন্ধু, সর্ব মহলের মানুষ তথা নারায়ণগঞ্জ বাসীর কাছে দোয়া চেয়েছেন।
সেলিম খন্দকার খোকা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পএিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘ দিন যাবত কর্মরত ছিলেন।
সেই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের স্থায়ী ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য, সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচিত সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এবং মুক্ত নাট্যগোষ্ঠীর দলপতি ছিলেন।
আজ বুধবার সকাল ১০ টায় মরহুমের বাস ভবন সংলগ্ন দেওভোগ সাকিম আলী জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে মরহুমের জানাযার নামাজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।#