নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ   |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত
 প্রচ্ছদ   লীড নিউজ   কঠোর আন্দোলনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে লিখিত আদেশ জারি করলো ডিসি
কঠোর আন্দোলনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে লিখিত আদেশ জারি করলো ডিসি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে ছাত্র সংগঠনের আন্দোলন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দাবির প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে লিখিত আদেশ জারি করেছে জেলা প্রশাসক। তবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন শুধু লিখিত আদেশ জারি করলেই হবে না শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে প্রশাসনের কার্যকর ভামিকা বাস্তবায়নের দাবি জানিয়েছে।

গত ১৬ নভেম্বর বাস ভাড়া কমিয়ে ৫০ টাকা ও শিক্ষার্থীদের হাফ ভাড়া সিদ্ধান্ত নেওয়া হলে ১৭ নভেম্বরের হরতাল প্রত্যাহার করা হয়। এর পর ৫০ টাকা বাস ভাড়া কার্যকর করা হলেও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে গড়িমসি শুরে করে পরিবহন মালিকরা।
এর পর নারায়ণগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠন গত ১৮ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।
এ বেঁধে দেওয়া সময় শেষ হলেও ১৯ নভেম্বর শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হয়নি। এতে ছাত্র সংগঠনগুলো ক্ষুব্ধ হয়ে ২০ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর ও লিখিত আদেশের দাবিতে অবস্থান নেয়। পরে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অবস্থান নেওয়ার পর জেলা প্রশাসক ছাত্র সংগঠনের নেত্রীবৃন্দের হাতে লিখিত আদেশের কপি তুলে দেন। পরে ছাত্র নেতৃবৃন্দরা ডিসি অফিসের অবস্থান বর্জন করে।
এ বিষয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা তার ফেসবুক পেইজে লিখেন “লড়াইই অধিকার আদায়ের একমাত্র পথ।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে লিখিত আদেশ জারি করা হলো।”
এ বিষয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা নারায়ণগঞ্জের খবর ডটকমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে লিখিত আদেশ দেওয়া হয়েছে। আমরা আগামীকাল মাঠ পর্যায়ে মনিটরিং করবো পরিবহন মালিকরা শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করছে কিনা। আমরা দাবি করবো শুধু লিখিত আদেশ জারি করলেই হবে না শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে প্রশাসনের কার্যকর ভামিকা বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক নারায়ণগঞ্জের খবর ডটকমকে  জানিয়েছেন, ছাত্র জনতা, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও সুশীল সমাজের দাবিতে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ বাস টার্মিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিরো পয়েন্ট) পর্যন্ত বাস ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের হাফ ভাড়া আদায়ের লিখিত আদেশ দেওয়া হয়েছে। সকল বাস মালিক ও সংশ্লিষ্টদের এ আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।
লিখিত আদেশে উল্লেখ করা হয়,
নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক
নারায়ণগঞ্জ বাস টার্নিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিয়ো পয়েন্ট) পর্যন্ত মোট দূরত্ব ১৯.৯ কিলোমিটার।
বিঃ দ্রঃ ছাত্র জনতা, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও সুশীল সমাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং ডিজেলের দাম হ্রাস জনিত কারনে ০৭/১১/২০২৪ খ্রিঃ তারিখের নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ বাস টার্মিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিরো পয়েন্ট) পর্যন্ত আসা-যাওয়ায় গড় দূরত্ব (ইউটার্ন সহ) ১৯.৯ কি.মি. হিসেবে উভয়ক্ষেত্রে মূল ভাড়া ৪৬ + ফ্লাইওভার টোল ৫০মোট ৫১ টাকার স্থলে ৫০ (পঞ্চাশ) টাকা হারে ধার্য্য করা হলো। এ ছাড়া বৃদ্ধি গ্যাস (CNG) চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়া বাসের ক্ষেত্রে ১০.০০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮.০০ টাকা। এছাড়া আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে ছুটির দিন ব্যতিত সকাল ০৭.০০ টা হতে রাত ০৮.০০ টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের হাফ ভাড়া (কলেসনকৃত ভাড়া) নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!