শিরোনাম
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবককে গলাকেটে হত্যা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জালকুড়ি খিলপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জরুল আলম জানান, সকালে গলাকাটা রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। #