শিরোনাম
নারায়ণগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাশকে মুক্তি সহ ৮ দফা দাবিতে কঠোর আন্দোলন হুশিয়ারি
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সনাতনী ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধন করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এসময় মানবন্ধনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ মানিক চন্দ্র সরকার, লিটন চন্দ্র পাল, এড. রঞ্জিত চন্দ্র দে, লিটন ঘোষ, কৃষ্ণ দাস কাজল, সুজন দাস বক্তব্য রাখেন।
বক্তারা ৮ দফা দাবি বাস্তবায়ন সহ দ্রুত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে দ্রুত মুক্তি, শাহাবাগে আন্দোলন কারীদের উপর হামলা কারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা সহ দাবী জানান।
না দিলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেন।আন্দোলনকারীদের ওপর হামলা ও তাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার সহ শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি, ইস্কনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এসময় দ্রুত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেন।
সম্মিলিত সনাতনী জাগরণ জোট, নারায়ণগঞ্জ জেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়
অদ্য ২৬ অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তো আয়োজনে সারা নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সনাতনী সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সংগঠনে মুখপাত্র হিসেবে মানিক চন্দ্র সরকার, লিটন চন্দ্র পাল, এড. রঞ্জিত চন্দ্র দে, লিটন ঘোষ, কৃষ্ণ দাস কাজল, সুজন দাস সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত হিন্দু নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বক্তৃতা কালে নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১৫ বছর ও এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে পরিমাণ নির্যাতন ও নিপীড়ন হয়েছে আজও তার কোন বিচার হয়নি বর্তমানে ১৫ ই আগস্ট এর পর বেশকিছু নির্যাতনের ঘটনা ঘটেছে আপনারা সবাই তা জানেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ সফরের সময় সংখ্যালঘু নির্যাতন চিরতরে বন্ধ করতে একটা ইন্টারন্যাশনাল সাক্ষাৎকার দিয়েছেন তাতে হিন্দু সম্প্রদায় আপনার প্রতি তাদের আশার আলো খুঁজে পেয়েছে। তদ্ব পরিবর্তীতে বিগত সরকারের আমলে বঞ্চিত বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের পক্ষে সম্মিলিত সনাতনী জাগরণ জোট সনাতনী সম্প্রদায়ের সুরক্ষায় বাংলাদেশে সনাতনীদের অভিভাবক সাধু সন্ত মন্ডলীর মুখপাত্র শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে সরকার বরাবর ৮দফা দাবি পেশ করেন এবং বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কয়েকটি সনাতনী মহাসমাবেশ করেন তাতে দেশের হিন্দু আপামর জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তারা সাধু সন্তদের সাথে ঐক্যমত প্রকাশ করেন। এরই মধ্যে পূর্ব সরকারের দোসরাসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা ও হিন্দু বিদ্বেষী মনোভাব সম্পন্ন কিছু চক্র বর্তমান সরকারের ভাবমূর্তি দেশ ও আন্তর্জাতিকভাবে নষ্ট করতে শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, চট্টগ্রামের হাজারী গলিতে কিছু নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা আনয়ন সহ গত ২৬ নভেম্বর চট্টগ্রাম যাওয়ার সময়সময় ঢাকা এয়ারপোর্ট থেকে শ্রীমান চিনময় দাস ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়। সে সময় তার মুক্তির দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের উপর একটি সন্ত্রাসী গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী সহ কিছু আন্দোলনকারীদের উপর আচমকা অতর্কিত বর্বরোচিত হামলা পরিচালনা করে তাদের মাথা ফাটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে আহত করে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে। তাই অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের নাগরিকদের
সুরক্ষা করা প্রতিটা সরকারের পবিত্র দায়িত্ব।
ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার আট দফা দাবির মধ্যে দুর্গাপূজায় পাঁচদিনের ছুটির দাবির জায়গায় একদিন থেকে দুইদিন করেছেন এজন্য সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন। তাই অন্তর্বর্তী সরকারের কাছে সনাতনী সম্প্রদায়ের বিনীত নিবেদন, অবিলম্বে যুগোপযোগী ৮ দফা দাবি বাস্তবায়ন ও দাবী আদায় করতে গিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার সহ শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি ও শাহাবাগে আন্দোলন কারীদের উপর হামলা কারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে হিন্দু সম্প্রদায় তারা তাদের ঘরে ফিরে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকারের কাছে আমরা আশাবাদী বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও সকলের অধিকার প্রতিষ্ঠায় তারা নিরলস কাজ করে যাওয়ার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উপরোক্ত দাবিগুলো পূরণ করে আপনি ও আপনার সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের হৃদয়ের মনি কোথায় জায়গা করে নেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শান্তি প্রতিষ্ঠায় নোবেল পুরস্কার অর্জন করেছেন আশা করি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরেও আপনার সরকারের নেতৃত্বে শান্তি ফিরবে। অতএব জনাব সমীপে বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়টি আমলে নিয়ে দ্রুত সংখ্যালঘু সম্প্রদায়কে ঘরে ফেরাতে অবিলম্বে যুগোপযোগী ৮ দফা দাবি বাস্তবায়ন ও দাবী আদায়ে। আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার সহ শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি ও শাহাবাগে আন্দোলন কারীদের উপর হামলা কারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে করতে হবে। সরকারককে উপরোক্ত বিষয়টি আমলে নিয়ে দ্রুত সংখ্যালঘু সম্প্রদায়কে ঘরে ফেরাতে অবিলম্বে যুগোপযোগী ৮ দফা দাবি বাস্তবায়ন, দাবী আদায়ে। আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার সহ শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি, ইস্কনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধে ব্যবস্থা গ্রহন ও শাহাবাগে আন্দোলন কারীদের উপর হামলা কারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
নিবেদক,
সম্মিলিত সনাতনী জাগরণ জোট নারায়ণগঞ্জ জেলা।