শিরোনাম
আইভী’র নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে অপপ্রচার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেয়নের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পেইজ আইডিতে অপপ্রচার চালানো হচ্ছে। মেয়র আইভী জানিয়েছেন তার কোন পেইজ নেই। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃস্টি হয়েছে।
তথ্যসূত্রে জানাগেছে, selina Hayat Ivy নামে একটি ভুয়া ফেসবুক আইডি পেইজ থেকে ২৬ নভেম্বর ও গত ২৪ নভেম্বর তার ছবি দিয়ে লেখা
“১৬ই ডিসেম্বরের জন্য প্রস্তুতি এখন থেকে নিন।
রাজপথে ফয়সালা হবে সেদিন। ✊” এমন লেখাটি পোস্ট করা হয়। এ লেখা প্রচার হওয়ার পর নগরবাসি ও রাজনৈতিক অঙ্গনের অনেকেই প্রশ্ন করেন মেয়র আইভী এ ধরনের লেখা পোস্ট করেনি।
এ বিষয়ে খোজঁ নিলে মেয়র আইভীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মেয়র আইভীর কোন ফেসবুক আইডি বা পেজ নাই । কে বা কারা তার নামে পেইজ খুলে অপপ্রচার চালাচ্ছে। #