শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে জয়ি হওয়ায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পরিষদের বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচন করে মোঃ সাইদুল্লাহ হৃদয় ৭৩৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
মোঃ সাইদুল্লাহ হৃদয়ের প্রতি আস্থা রেখে তাকে বিপুল ভোটে জয়ি করার জন্য তিনি নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সকল ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।এ বিষয়ে সাইদুল্লাহ হৃদয় বলেন, সম্মানিত ভোটারদের আস্থা অটুট রাখতে এবং নারায়ণগঞ্জ ক্লাবের ঐতিহ্য সুনাম, উন্নয়ন ও ভোটারদের অধিকার প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাব।
ভোটার প্রতি সম্মান রেখে তিনি বলেন, সহ-সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়ি করিয়েছেন। এজন্য সকল ভোটাকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।#