শিরোনাম
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের ইন্তেকাল
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্নালিল্লাহে রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বৃহস্পতিবার ০২ জানুয়ারী সকাল সোয়া আটটায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছাড়া নেমে আসে।
এ বিষয়ে সাংবাদিক তোফাজ্জল হোসেনের বড় ছেলে ফটোসাংবাদিক সবুজ জানিয়েছেন, সম্প্রতি তার ব্রেন স্টোক হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ সকাল সোয়া ৮ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজার নামাজ বাদ আসর ডিআইটি জামে মসজিদের অনুষ্ঠিত হবে সময়।
সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। (বিস্তারিত আসছে) #