শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। দুপুর আড়াইটায় আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল: শুভ ও ইমন। তারা দুইজনই মজিববাগ এলাকার বাসিন্দা। এসময় আহত হয়েছে রবিন নামে আরও একজন।
আহত রবিন জানায়, তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সোনামিয়া মার্কেট থেকে সিদ্ধিরগঞ্জ পুলের উদ্দেশ্যে রওনা হয়। আদমজী ইপিজেডের সামনে পৌঁছলে অটোরিক্সা সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুইজন পড়ে গেলে সাথে থাকা ট্রাক তাদের দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনা চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।#