শিরোনাম
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক প্যানেল মেয়র বিভা


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু” ভূপেন হাজারিকার এই চির চেনা গানটির কথা স্বরণ রেখে আর্ত মানবতার লক্ষে ১৬,১৭, ১৮নং ওয়ার্ড এলাকায় শীতার্ত ১১শত মানুষকে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র – ১ আফসানা আফরোজ বিভা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১ টায় নগরীর ১ নং বাবুরাইল খেলার মাঠে অনুষ্ঠিত হয় এ কম্বল বিতরণ অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র – ১ আফসানা আফরোজ বিভ।প্রধান অথিতির বক্তব্য আফসানা আফরোজ বিভা বলেন, প্রতি বছরের ন্যায় আমরা শীতার্ত মানুষের মাঝে এই আয়োজন করে থাকি এবারো তার ব্যাতিক্রম হয়নি।
আমাদের এই সামান্যটুকু আয়োজন সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য। যতদিন বেচে থাকবো ততদিন যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন, এ কিউ এম হাসমত উল্লাহ, শাহনেওয়াজ শাহিন, আব্দুর রহমান লিটন, আনোয়ার মাধবর, কুদ্দুস মাধবর, আবু সালেহ মুসা, আবুল সরদার, মুজাহিদ, সহ আরো অনেকে।#