শিরোনাম
যমুনা টিভির সাংবাদিক জয়ের উপর দুর্রৃত্তের হামলায় এনইউজে’র নিন্দা


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়ের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
এ ঘটনায় গোটা সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।

যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়ের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন সহ এনইউজের সকল সদস্যবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা জানান, ৩১.০১.২০২৫ তারিখ যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় পেশাগত দায়িত্ব পালনকালে দুর্র্র্বৃত্তের হামলার শিকার হয়। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বরিশাল, খুলনা এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এনইউজের সকল সদস্যবৃন্দ এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান। #
