শিরোনাম
সোতকান কারাতে কাতা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা ২৩টি মেডেল অর্জন ৮টি গোল্ডেন


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সোতকান কারাতে কাতা প্রতিযোগিতা ঢাকা ডিভিশন ২০২৫ বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোতকান কারাতে কাতা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিরা নারায়ণগঞ্জ জেলা মোট ২৩ টি মেডেল অর্জন করে। এর মধ্যে ৮ টি গোল্ড মেডেল, ৭ টি সিলভার মেডেল এবং ৮ টি ব্রোঞ্জ মেডেল।

আরএনআর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে ইনস্টিটিউট কাতা প্রতিযোগিতা আয়োজন করে।
এতে উপস্থিত থাকেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রেসিডেন্ট শাহজাদা আলগম ও মোয়াজ্জেম হোসেন সেন্টু সেক্রেটারি। আরএনআর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে ইনস্টিটিউট কাতা প্রতিযোগিতা নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হয়। স্থান চারুকলা ভবন।
সোতোকান কারাতে কাতা প্রতিযোগিতা- ঢাকা ডিভিশনের ঢাকা ক্যান্টনমেন্ট, মিরপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলা থেকে মোট ২৫ জন অংশগ্রহণ করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা থেকে মোট ২৩ টি মেডেল অর্জন করে ।
৮ টি গোল্ড মেডেল, ৭ টি সিলভার মেডেল এবং ৮ টি ব্রোঞ্জ মেডেল
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি সাহাজাদা আলম, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু, ফিলোসোফিয়া স্কুলের পরিচালক মোঃ ইকবাল হোসেন শিপন, বাংলাদেশ আর্মি কারাতে টিম কোচ মোঃ আফজাল ইসলাম প্রমুখ।
পরে বিজয়ি প্রতিযোগিদের বেল্ট প্রদান মেডেল ও ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠানের অতিথিরা। #
