সিদ্ধিরগঞ্জে সঙ্ঘবদ্ধ ভাবে এক নারীকে ধর্ষণ দুইজন গ্রেফতার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে এক গার্মেন্টকর্মীকে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো ঘটনার মূল হোতা মো: শরীফ (২৭) এবং মো: মিজান (৪০)। এর আগে নির্যাতিতা ওই নারী গার্মেন্টকর্মী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা উপরিউক্ত আটকরা ছাড়াও আরেকজন আসামী মো: ফয়সাল (৪০) পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
গ
মামলায় নির্যাতিতা ওই নারী উল্লেখ করে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ীতে সে তার ভাগ্নীকে নিয়ে বসবাস করে। পেশায় সে একজন গার্মেন্টকর্মী। গত ৮ ফেব্রুয়ারী (শনিবার) তার এক ভাতিজা বেড়াতে আসে তাদের ভাড়া বাড়িতে। রাত বেশী হওয়ায় তার ভাতিজা আর বাড়ি ফিরে যেতে না পেরে তাদের বাড়িতেই রাত্রি যাপন করে। পরে ওই রাতে আনুমানিক সোয়া বারোটার দিকে শরীফ, ফয়সাল ও মিজান তার সাথে কথা আছে বলে আমাকে ডেকে ঘর থেকে বের করে। এসময় তারা ওই নারীর এবং আশেপাশের ভাড়াটিয়াদের ঘরের দরজার সিটকিনি বাহির থেকে লাগিয়ে দেয়। পরে শরীফ ও ফয়সাল ওই নারীকে মুখ চেপে ধরে পাশের একটি রান্না ঘরে নিয়ে যায়।
এসময় তাকে নানা রকম ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে শরীফ ও ফয়সাল পালাক্রমে ধর্ষণ করে। এবং ঘটনা কারো কাছে জানালে তার সাথে থাকা ভাগ্নি ও ভাতিজাকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে ওই নারী বিষয়টি থানা অবহিত করলে এ ঘটনায় মামলা রুজু হয় এবং অভিযুক্ত দুজনকে আটক করে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানায়, এক নারী গার্মেন্টকর্মীকে ধর্ষণের ঘটনায় তিন জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্য থেকে আমরা দুজনকে আটক করেছি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকেও আমরা ধরার জন্য অভিযান করছি। খুব দ্রুতই তাকে ধরে ফেলতে পারবে।#