শিরোনাম
হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে পরিচালনা পর্ষদের জয়ী প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ হোসিয়ারী এসোসিয়েশনের ২০২৫-২০২৭ পরিচালনা পর্ষদের জয়ী প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে হোসিয়ারী এসোসিয়েশন কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করানো হয়।শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আনিসুল ইসলাম সানী।
শপথ বাক্য পাঠ শেষে তিনি জানান, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) এর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি বলে আমি মনে করি। কারন হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনের ইতিহাসে এমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনো অনুষ্ঠিত হয় নি। তাই এটা ভেবে আমি গর্বিত অনুভব করি।
তিনি আরও বলেন, এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এবং প্রার্থী যারা ছিলেন সকলেই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তাই সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতার কারনেই আমি এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।#