শিরোনাম
ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে যুবককে ভয় দেখিয় বলাৎকার মামলার আসামীকে আটক করছে র্যাব -১১। শনিবার ১৫ মার্চ সােনারগাঁও হােসেনপুর, চৌধুরী গাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মোঃ সাঈদকে (৪০) গ্রেফতার করে র্যাব-১১ একটি টিম।

র্যাব-১১ এক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০৮ ফব্রুয়ারি জেলার বন্দর থানা শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রােড এলাকায় মোঃ সাঈদ (৪০) নামের এক ব্যক্তি তার নিজ বাড়িত ২০ বছরর এক যুবককে ডেক নিয় ভয় দখিয়ে বলাৎকার করে। এ ঘটনা গণমাধ্যমে প্রচার হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যোর সষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে ১১ মার্চ বন্দর থানায় একটি মামলা দায়ের করে। জড়িত আসামীকে দ্রুত আইনর আওতায় আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রাথমিক অনুসন্ধান এবং এজাহার পর্যালোচনায় জানা যায়, ঘটনার দিন ওই যুবক বন্দর থানার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ এলাকায় পাগলার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ০৮ মার্চ ২০২৫ তারিখে ওই যুবক তার ভাড়া বাসার সামনে রাস্তায় দাড়িয় ছিল।

তখন আসামী মাঃ সাঈদ (৪০) ওই যুবককে ডেকে নিয় একই দিন রাতে মামলার প্রধান আসামী মাঃ সাঈদ (৪০) তার নিজের বসত ঘরে ভিতর নিয় যায় এবং মারধর করার ভয় দখিয়ে আসামীর বসত ঘরে জাের পূর্বক বলাৎকার করে এবং মারধর করার ভয় দখিয়ে ছেড়ে দেয়। পরে ওই যুবক ভয়ে এ ঘটনার বিষয় কাউক কিছু বলে নাই। পরবর্তীতে মোঃ সাঈদ (৪০) ওই যুবককে পুনরায় ভয় দখিয়ে কু-প্রস্তাব দেয়। এতে ওই যুবক বাসায় এসে তার পরিবাররকে এ ঘটনা জানায়। পরে তার পরিবার এ ঘটনা এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানায় এবং তাদের পরামর্শে থানায় বলাৎকার করার অভিযোগে মামলা দায়ে করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। #
