শিরোনাম
আলী রেজা রিপন একজন দক্ষ সংগঠক, সাদা মনের মানুষ ছিলেন – উজ্জল


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বর্ষিয়ান জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের প্রয়ানের চতুর্থ দিনে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল বাদ আসর নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় বায়তুন নূর জামে মসজিদে পারিবারিক আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহিল অনুষ্ঠিত হয়। এসময় দেওভোগ বড় জামে মসজিদের খতিব মহিউদ্দিন হামিদী দোয়া পরিচালনা করে প্রয়াত মোহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফেরাত কামনা করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা কামিয়াবি হওয়ার জন্য দোয়া করা হয়। এসময় তার শোক সন্তপ্ত পরিবারেরব প্রতি মহান আল্লাহর খাস রহমত ও শোক সইবার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।
এসময় পৌর পিতা আলী আহাম্মদ চুনকা পরিবারের পক্ষ থেকে আহাম্মদ আলী রেজা উজ্জল উপস্থিত সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমার বড় ভাই মোহাম্মদ আলী রেজা রিপন একজন দক্ষ সংগঠক ছিলেন, একজন শান্তিপ্রিয় সাদামাটা মনের মানুষ ছিলেন। তিনি জীবদ্দশায় নিরবে অনেক কঠিন সাংগঠনিক কাজ সম্পূর্ণ করতেন। আল্লাহ রসুল, ও পাক পাঞ্জাতনের গোলামী করে জীবন কাটিয়ে গেছেন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আমার ভাইকে জান্নাত বাসি করুন।
এসময় প্রয়াত মোহাম্মদ আলী রেজা রিপনের একমাত্র ছেলে মোহাম্মদ জারিব তার পিতার জন্য সকলের দোয়া কামনা করেন।

গত ৭ এপ্রিল সকাল সাড়ে সাতটায় রোজা মুখে মোহাম্মদ আলী রেজা রিপন হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
তার ইন্তেকালে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়ানে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানাতে ছুটে যান চুনকা কুটিরে।
মোহাম্মদ আলী রেজা রেজা রিপন জীবদ্দশায় একজন দক্ষ সংগঠক, রাজনৈতিক ও তরিকাপন্থি মুত্তাকীন ছিলেন। তিনি তার নিজ বাড়িতে খানকায়ে দারুল ইসক খাজা নাজমুল হাসান খানকা শরীফে তরিকতপন্থি সকল কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে দীর্ঘদিন তরিকার খেজমত করে এসেছেন।
তিনি বায়তুন নূর জামে মসজিদের সিনিয়র সহ- সভাপতি ছিলেন,
হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি ছিলেন।
একাধারে ২ নং বাবুরাইল আজমীরী গলি খাজা গরিবে নেওয়াজ ওরশ কমিটির সাধারন সম্পাদক হিসেবে সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খাজা মঈনুদ্দিন চিশতি রহঃ এর ওরশ মোবারক অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে এসেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন স্কুল মাদ্রাসার কমিটিতে যুক্ত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। মেয়র আইভীর সবগুলো নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। #
