শিরোনাম
দীর্ঘ কারাবরন শেষে মুক্তি পেলেন আলোচিত ছাত্রদল নেতা জাকির খান


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হত্যাসহ বিভিন্ন মামলায় কারাভোগের প্রায় দুই বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার বেলা এগারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এসময় তার নেতাকর্মী ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানিয়ে গাড়ি বহন নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রোড ও নারায়ণগঞ্জ শহর আনন্দ মিছিল বের করে। এর আগে সকাল থেকে কারাগারের ফটকে তার আত্মীয়-স্বজন ও কয়েক হাজার নেতাকর্মীরা জড়ো হন। মুক্তি পেয়ে জাকির খান নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নানা কথা তুলে ধরে
২০০৩ সালে নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সাবেক সহসভাপতি সাব্বির আলম
খন্দকার হত্যা মামলাসহ ৩৩ টি মামলার আসামি হয়ে পলাতক হন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর মধ্যে হত্যাসহ ৩২টি মামলায় তিনি খালাস পান। সম্প্রতি একটি অস্ত্র মামলায় তার জামিন হলে কারাগারে থেকে মুক্তি পান নারায়ণগঞ্জের আলোচিত ছাত্র দলের সাবেক এই নেতা।#