শিরোনাম
গ্রেফতার / যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাসুমকে গ্রেফতার করেছে র্যাব-১১


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুমকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ১৫ এপ্রিল রাতে তল্লা ছোট মসজিদ এলাকা থেকে মাসুমকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী মাসুম ফতুল্লার তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে।

দীর্ঘ ২১ বছর পর গত ১০ এপ্রিল ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার কিশোর মুরাদ হত্যা মামলায় আসামী মাসুমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম। রায় ঘোনার সময় আসামী মাসুম পলাতক ছিলো।
গত ২০০৪ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মোঃ মাসুদসহ তার সহযোগিরা মিলে তল্লা ছোট মসজিদ এলাকার পনির হোসেনের ছেলে
মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে।

পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা খানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। #
