শিরোনাম
৫২ জনের নাম সহ মামলায় দুই'শ আসামী / আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় পুলিশকে অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা, হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো হানিফ, হাসিবুর রহমান জিসান ও শওকত মিথুন। এ ঘটনায় ১২ মে রাতে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় এস আই মোঃ রিপন মৃধা বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০/২০০ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পেনাল কোডে ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানিয়েছেন, গ্রেফতারকৃত হানিফ আওয়ামী লীগ কর্মী, জিসান নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এবং শওকত মিথুন আইভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মামলায় আসামীরা অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। এ পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টায় অভিযান চলাচ্ছে পুলিশ।#
