শিরোনাম
সাংবাদিক জিসানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ১৮ মে মানববন্ধন


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাংবাদিক জিসানের হয়রানি মূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ১৮ মে রবিবার সকাল ১১ টায় চাষাঢ়া শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিকরা। ১৭ মে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিয় সহযোদ্ধাগণ, সালাম নেবেন। আপনাদের নিশ্চয় জানা আছে গত ১২ মে নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জের তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং গ্রেপ্তার পরবর্তী সময়ে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে জিসানের মিথ্যা রাজনৈতিক পরিচয় সামনে এনে তাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই নারায়ণগঞ্জের সক্রিয় মুখ জিসান।

৫ আগস্ট পরবর্তী সময়ে নানা সংস্কারমূলক কাজ এবং সর্বশেষ গত ৬ মাস ধরে নারায়ণগঞ্জভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত জিসান। একই সঙ্গে জিসান নারায়ণগঞ্জের সাংবাদিকতা বিষয়ক পাঠচক্র অনুশীলনের সক্রিয় সদস্য।
জিসানের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও জিসানের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকরা আগামী কাল নারায়ণগঞ্জ শহীদ মিনারে দাড়াবো।
ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আপনার অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করছি।
স্থান ও সময়: ১৮ মে রোববার সকাল ১১টা, চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ। #
