শিরোনাম
গ্রেফতার / নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হামলা মামলায় ১ জন আটক


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবনে হামলা মামলার আসামী পারভেজ হোসেন নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী পারভেজ নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর চেয়ারম্যান বাড়ি এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে।

তাকে গ্রফতার করার পর পুলিশ তাকে আদালতে প্রেরন করেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবনে হামলা মামলাটি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ হোসেনকে
গ্রেফতার করে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে অটোরিকসা চালকরা নগর ভবনে স্মারক লিপি দিতে আসে। পরে হামলায় সিটি কর্পোরেশনের যানবাহন নিয়ন্ত্রণ কর্মকর্তা সহ ১৮ জন আহত হয়।
এ সময় দুজন অটো রিকসা চালক আহত হন।
পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। #
