যৌথবাহিনীর অভিযান / বিহারি কলোনিতে যৌথবাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারী কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক দেশীয় অস্ত্র, মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার সহ দুই অবাঙালি নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।
আটককৃতরা হলো বিহারী কলোনির গফুর ভান্ডারীর স্ত্রী আয়েশা (৬০) এবং একই এলাকার মোস্তফার স্ত্রী ফারজানা (৩৬)।
বুধবার ১৮ জুন রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপজেড সংলগ্ন বিহারি কলোনিতে এ অভিযান শুরু করে রাত ১১ টা পর্যন্ত এ অভিযান চলে।
এসময় অভিযানে সেনাবাহিনীর পোশাকের কাপড়, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায় দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে মাদক বিক্রি করে আসছিলো বলে। গোপন সংবাদের ভিত্তিতে বিহারী কলোনিতে অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জহুরুল জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় আয়েশা ও ফারজানা নামক দুই নারীর ঘর থেকে ১৭ টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল, ১০ মিটার সেনাবাহিনীর পোশাকের কাপড়, ৮৪ প্যাকেট গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয় । আটকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।#