শিরোনাম
সন্তোষ প্রকাশ / অর্ধশতাধিক হারানো মোবাইল উদ্ধার করলো জেলা পুলিশ


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চুরি ছিনতাই হওয়া অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে ব্যাবহারীদে হাতে তুলে দিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এসময় নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে পুলিশের কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন গ্রাহকরা।

গত বুধবার ২ জুলাই নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
পুলিশ সূত্র জানিয়েছে,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার নির্দেশে, মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৩১ টি হারানো মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এই সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দষসহ আইসিটি শাখার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। ভূক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। #
