শিক্ষা উপদেষ্টা / সম্ভাবনা আমাদের হাতছানি দিচ্ছে- শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার


বন্দর প্রতিবেদকঃ শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, জুলাই আমাদের গর্বের মাস। ছাত্ররা আমাদেরকে সেই ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। তাই জুলাই মাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করা এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ।
যদিও রাষ্ট্র সাধ্যমত পালন করছে। পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করি।
সোমবার (৭জুলাই) সকালে বন্দর উপজেলার গকুলদাসের বাগ এলাকাস্থ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, সম্ভাবনা আমাদের হাতছানি দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা সরকারের বড় রকমের প্রয়াস। আমাদের হাতে হয়ত তেমন একটা সময় নেই। কারিগরি শিক্ষার ওপর আমাদের অনেক জোর দিতে হবে। সেই দিক থেকে আমরা অঙ্গিকারাবদ্ধ। সে ধরণের বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সময় শেষ হওয়ার আগেই কিছু কিছু কাজ করে যাব। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা।
জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ জামালউদ্দিন মিঞার সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী(ভূমি) কর্মকর্তা রহিমা আক্তার ইতি, ড.আফজাল হোসেন ও শিক্ষক মার্জিয়া খাতুন।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানার ওসি লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
এর আগে শিক্ষা উপদেষ্টা মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন, দুই হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান, আলহাজ্ব আমিজউদ্দিন রোটারী এতিম খানার মৎস্য প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মদনপুর নাজিমউদ্দীন ভূইয়া কলেজ পরিদর্শন ও দুস্থ অভিভাবকদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করেন।#