নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে সামাজিক মাধ্যম হ্যাক করে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি টাকা
ভুক্তভুগীদের অভিযোগে কাজ করছে না পুলিশ / নারায়ণগঞ্জে সামাজিক মাধ্যম হ্যাক করে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি টাকা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর ডটকমঃ সামাজিক যোগোযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার হ্যাক করা সহ এজেন্ট লেনদেনের টাকা আত্মসাৎ করা প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। হ্যাক করার পরই প্রতারকরা ওই আইডি থেকে একাধিক ব্যাক্তিকে ম্যাসেজ পাঠিয়ে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাচ্ছে। এর মধ্যে অনেকেই অসচেন হয়ে যাচাই না করে টাকা পাঠিয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারনার শিকার হচ্ছেন। টাকা পাঠানোর পর জানতে পারে টাকা চাওয়া তার পরিচিত ব্যাক্তির আইডিটি হ্যাক হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে এমন প্রতারনার ঘটনা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিকাশ নাগদ, রকেট সহ অন্যান্য এজেন্টে গিয়ে প্রতারক চক্র ভুয়া ম্যাসেজ পাঠিয়ে একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব প্রতারনার ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ করেছে হ্যাক হওয়া আইডির ব্যাবহারকারী ও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।

তবে প্রতারনার শিকার ব্যাক্তিদের অভিযোগ থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোন কাজ করে না। এ বিষয়ে পুলিশ জানিয়েছে
এবস অভিযোগ পুলিশ তদন্ত শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত এজেন্ট ব্যাবসায়ীরা অভিযোগ পত্রে উল্লেখ করেছেন,
প্রতারক চক্র গ্রাক সেজে এজেন্ট দোকানে এসে বলে ভাই আমার একটা সংখ্যা বলে এত হাজার টাকা আসবে। এর কিছুক্ষনের মধ্যেই একটা ভুয়া নাম্বার থেকে ম্যাসেজ আসে। পরে তারা টাকা উত্তোলন করে মুহুর্তের মধ্যে কেটে পড়ে। পরে ব্যাবসায়ী ব্যালেন্স চেক করে দেখে আসলে এ একাউন্টে কোন টাকা আসেনি। বিকাশ বা নগর অফিস থেকে যে ম্যাসেজ টি পাঠানো হয়েছে তা বুয়া।  আসলে এ ম্যাসেজটি প্রতারকদের পাঠানো।
জেলার ৭ টি থানা এলাকায় আইটি প্রতারক চক্র সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তবে এ প্রতারনা ঠেকাতে আইনশৃংখলাবাহিনীর তেমন কোন পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি।
এ ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনী জানিয়েছেন, টাকা লেনদেনের ক্ষেত্রে এজেন্ট ব্যাবসদয়ীদের আরো সচেতন হতে হবে তারা তাদের একাউন্ট চেক না করে কোন লেনদেন করলে প্রতারনার শিকার হওয়ার আশংকা বেশী। তাই গ্রাহকদের সাথে লেনদেন করার ক্ষেত্রে নিজের এজেন্ট একাউন্টে পাঠানো টাকা আসছে কিনা নিশ্চিত হয়ে দেলদেন করলে প্রতারনা কমে আসবে।
সম্প্রতি গত ২৭ তারিখ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের আগে বর্তমান সভাপতি সাংবাদিক আবু সাউদ মাসুদ এর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক করে তার আইডির সাথে যুক্ত একাধিক ব্যাক্তির কাছে ম্যাসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে। এর আগে বিকেএমইএ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী ব্যাবসায়ী নেতা লায়ন হায়দার আলী বাবলুর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক করে একই কায়দায় ম্যাসেজ পাঠিয়ে নগদ টাকা চাওয়া হয়েছে। গত ১ জুলাই সংগঠক লায়ন সায়েদুল ইসলাম শাকিলের ফেসবুক একাউন্ট হ্যাক করে ম্যাজেঞ্জার থেকে ম্যাসেজ পাঠিয়ে একটি বিকাশ নাম্বার দিয়ে নগদ টাকা চাওয়া হয়েছে।
এ কৌশলে প্রতিনিয়ত কারো না কারো আইডি হ্যাক করে প্রতারনা করছে প্রতারক চক্র।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আইটি বিশেষজ্ঞরা বলছেন, যত পরিচিত বা বিশস্ত হোক কেউ টাকা চেয়ে ম্যাসেজ পাঠালে তার সাথে কথা বলে নিশ্চিত না হয়ে টাকা পাঠালে প্রতারনার শিকার হওয়ার ঝুকি বেশী। এ ক্ষেত্রে যার আইডি থেকে ম্যাসেজ পাঠানো হবে তার সাথে ফোনে বা সরাসরি কথা বলে নিশ্চিত হতে হবে আসলে সে টাকা চেয়ে ম্যাসেজটা পাঠিয়েছে কিনা।
নিশ্চিত হয়ে টাকা লেনদেন করলে প্রতারিত হওয়ার ঝুকি কমে আসবে।
শহরের গুলশান হল সংলগ্ন ফোন ফ্যাক্স  ব্যাবসায়ী ইউসূফ মিয়া অভিযোগ করে জানিয়েছে, প্রতারক চক্র তার দোকানে এসে ভুয়া ম্যাসেজ দিয়ে প্রতারনার মাধ্যমে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সদর থানা পুলিশে অভিযোগ করেছেও কোন কাজ হয়নি।
এ বিষয়ে ফেসবুক ম্যাসেঞ্জার হ্যাক হয়ে প্রতারনার শিকার লায়ন সায়েদুল ইসলাম শাকিল জানিয়েছেন, প্রতিনিয়তই কারো না কারো একাউন্ট হ্যাক করে প্রচারনা করছে একটি শক্তিশালী আইটি প্রতারক চক্র। তারের চিহ্নিত করে দ্রত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এমন প্রতারনার শিকার ব্যাবসায়ী নেতা লায়ন হায়দার আলী বাবলু,  অভিযোগ করে বলেন, তার হোয়াটসঅ্যাপ একাউন্ট দুইবার হ্যাক করে নিকট আত্মীয়ের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোন কাজ হয়নি। পুলিশ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেইনি। প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, এমন প্রতারনা নির্মূল করতে আইনশৃখলা বাহিনীর এখনই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।  নয় প্রতারনা বেড়েই চলবে।
এবিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ জানিয়েছেন, প্রেস ক্লাবের নির্বাচনের আগেন তার নিজের হোয়াটসঅ্যাপ একাউন্টটি হ্যাক করে প্রচারনার চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন করেকটি প্রতারক চক্র মাঠে নেমে সাধারান মানুষের সাথে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, যত দ্রত সম্ভব এ প্রতারক চক্রকে আইনের আয়তায় এনে সাধারন মানুষকে প্রতারনা থেকে মুক্ত করতে হবে।
এ বিষয়ে র‍্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, এ ধরনের প্রতারনায় জড়িত প্রতারক চক্রকে আইনের আয়তায় আনতে র‍্যাব কাজ করছে।
ভক্তভুগীদের অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আয়তায় আনা হবে। পাশাপাশি ব্যাবহারকারীদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, ভক্তভুগিদের অভিযোগ আমলে নিয়ে পুলিশ বিষয়গুলি তদন্ত করে দেখছে। এ ধরনের প্রতারক চক্রকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারকারীদের একাউন্টটি নিরাপদ রাখতে সচেতন হতে হবে। নিজের ব্যাক্তিগত একাউন্ট অন্যকোন মোবাইল ডিভাইস বা কম্পিউটার, ল্যাপটপে খুললে লগ আউট নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, এ ধরনের প্রতারনা অত্যন্ত দুঃখ জনক। এ প্রতারক চক্রকে আইনের আয়তায় আনতে জেলা আইনশৃঙ্খলা সভায় দায়িত্বরত সংস্থাকে ব্যাবস্থা নিয়ে এ ধরনের অপরাধ নির্মূল করতে বলা হবে। পাশাপাশি প্রতারনা থেকে রক্ষা পেতে ব্যাবহারকারীদের সচেতন হতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...