শিরোনাম
নিখোঁজ / বন্দরে কিশোর অসিম দাস ৪ দিন ধরে নিখোঁজ


বন্দর প্রতিবেদকঃ বন্দরে রাস্তায় যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে অসিম দাস (১৭) নামে এক কিশোর গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ অসিম দাস বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ঢাকেরশ্বরী এলাকার নিরঞ্জন দাসের ছেলে। এ ঘটনায় নিখোঁজের মা অর্চনা রানী দাস বাদী হয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন।
যার জিডি নং- ৫৫১ তাং- ১০-৭-২০২৫ইং। এর আগে গত রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টায় উল্লেখিত বাসা থেকে বের হয়ে ওই কিশোর নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজের পিতা নিরঞ্জন দাস গণমাধ্যমকে জানান, তার ছেলে অসিম দাস দীর্ঘ দিন ধরে পাইপ ফিটারে কাজ করে আসছে। গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টায় অসিম রাস্তা যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে গত ৪ দিনেও বাসায় ফিরে আসেনি।
অনেক স্থানে খোঁজাখুঁজি করে অসিমের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমার স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।#