শিরোনাম
ওয়াজ মাহফিল / দ্বিগুবাবু বাজারে শোহাদায়ে কারবালার স্মরনে ওয়াজ ও দোয়া মাহফিল


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শোহাদায়ে কারবালার স্মরনে পবিত্র মহরম ও হিজরী বর্ষবরন উপলক্ষে দ্বিগুবাবুর বাজার ব্যাবসায়ীদের উদ্যোগে ২৮ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই দ্বিগুবাবু বাজার মিরজুমলা রোডে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ী কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন। এসময় অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা করেন আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দিন হামিদী আল-কাদের ওয়াল মোজাদ্দেদী। বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ নাহিদুল ইসলাম আল ক্বাদেরী, মাওলানা মুফতি মোঃ আলমগীর হোসেন সালেহী।
এসময় উপস্থিথ ছিলেন ইনস্টিটিউট সড়ক পাইকারী কাঁচাবাজার ব্যাবসা প্রতিষ্ঠানের ইজারাদার মোঃ জাহিদ হোসেন।

এসময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ কালু বেপারী, মোঃ আবুল খায়ের, মোঃ সুমন বেপারী, মোঃ রবিউল ইসলাম রনি, মোঃ আব্বাস উদ্দিন শাহীন খান, মোঃ নুরুল আমিন সর্দার, মোঃ কোরবান আলী, মোঃ সেলিম মিয়া, মোঃ আব্দুস সালাম প্রমুখ এসময় উপস্থিতি ছিলেন।
এসময় বক্তারা শোহাদায়ে কারবালার বিষয়ে গুরুত্বআরোপ করে আলোচনা করেন, মাওলা ইমামা হুসাইন সহ কারবালার ময়দানে শহীদ হওয়ার মধ্য দিয়ে ইসলাম পুঃজীবিত হওয়ার গুরুত্ব তুলে ধরে সকল মুসলমানদের হেদায়েত, শিক্ষা ও আত্মশুদ্ধির জন্য গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
পরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে
বিশেষ মোনাজাত করে সমগ্র ব্যাবসায়ী ও দেশবাসির জন্য দোয়া কামনা করা হয়। #
